আমার সব স্বপ্ন পূরণ হয়েছে: পিয়া
মডেল, উপস্থাপক, অভিনেত্রী, আইনজীবী ও ব্যবসায়ী! সব ছাপিয়ে নতুন একটি পরিচয় যুক্ত হলো জান্নাতুল পিয়ার নামের সঙ্গে। ৭ ফেব্রুয়ারি মা হয়েছেন তিনি। মা হওয়ার অনুভূতি জানিয়ে পিয়া বলেন, ‘তা ভাষায় প্রকাশ করা যায় না। কোনো শব্দ, শব্দমালা যথেষ্ট না। আমার জীবনে কিছু গোল ছিল। যেমন আমি গ্রাজ্যুয়েশন শেষ করব, আন্তর্জাতিকভাবে মডেলিং করব, আমার একটা সুন্দর সংসার থাকবে, আইনজীবী হব, আমার সংসাবরে সুখ থাকবে আর মা হব। মা হওয়াটা বাদে আর সব লক্ষ্য পূরণ হয়েছিল। মা হয়ে আমার সব স্বপ্ন পূরণ হলো। আর বাকি সব এমনিতেই সময়ের সঙ্গে হবে।’ তিনি আরও জানান, সন্তান হওয়ার পর তাঁর আর ফোনকল রিসিভ করতে ইচ্ছা করে না, ফোনে কথা বলতে ভালো লাগে না। গর্ভবতী অবস্থায়ও সমানতালে কাজ করেছেন পিয়া। অংশ নিয়েছেন বেশ কিছু ফটোশুটে। সেসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়িয়েছে অনলাইনের দুনিয়ায়। সেসবের কিছু নিয়েই এই আয়োজন।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯