‘ইলহামের গৃহপ্রবেশ উপলক্ষে একটি ছোট্ট ভিডিও বানিয়েছি’

জন্মের পর তিন দিন হাসপাতালে থেকে আজ শনিবার দুপুরে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর একমাত্র কন্যা ইলহাম তাঁর বনানীর বাড়িতে গেল। এ নিয়ে মা–বাবার আনন্দের শেষ নেই। ওদিকে নানি ঘর গুছিয়ে অপেক্ষা করেছিলেন নাতনির জন্য আর সাগর নানা (ফরিদুর রেজা সাগর) ছোট্ট ইলহাম নুসরাত ফারুকীর জন্য পাঠিয়ে দিয়েছেন উপহার। প্রথম আলোকে আজ শনিবার দুপুরে এমনটাই জানালেন বাবা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জীবনসঙ্গী ও গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেলফিটি পোস্ট করে কেবল দুটি শব্দে তিশা লিখেছেন, ‘তুমি আর আমি’।

ফারুকী বলেন, ‘আজ গৃহপ্রবেশের দিন ইলহামের। তাঁর গৃহপ্রবেশ উপলক্ষে বাসার সবার মধ্যে আনন্দ। আমরাও তাই এ উপলক্ষে একটি ছোট্ট ভিডিও বানিয়েছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন।’
ঢাকার গ্রিনরোডের একটি হাসপাতাল থেকেই ৫ জানুয়ারি ইলহাম নুসরাত ফারুকীর পৃথিবীতে আগমনের খবরটি ফেসবুকে জানান তার মা ও বাবা অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সেদিন রাত ৮টা ২৭ মিনিটে কন্যাসন্তানের জন্ম দেন তিশা।

বুধবার রাতে মা-বাবা হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি

এদিকে ইলহামের পৃথিবীতে আগমন উপলক্ষে বাবা ফারুকী তাঁর কিছু অনুভূতি প্রকাশ করেছেন ফেসবুকে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সবাই তাঁর এমন অনুভূতি প্রকাশের ধরনকে প্রশংসা করছেন।

‘তোমার জন্য ইলহাম
কোনো অভিজ্ঞতা ছাড়াই
তোমাকে বরণ করার জন্য তৈরি হয়েছি, ইলহাম
ঢাল নাই, তলোয়ার নাই
এমনকি তৈরি নাই
দুইটা হাতও
তুমি আসবে শুনে ভিটামিন খেয়ে
হাতের স্বাস্থ্য বাড়াতে চেষ্টা করেছি
যেন তোমার তুলতুলে শরীরে
ব্যথা না দেয় বাবার হাড়কাঠি হাত।
অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে
থরথর বুকে তোমার দিকে হাত বাড়িয়ে
দেখি আমার শীর্ণ দুই হাত
জগতের সকল ভিটামিনের দিকে তাকিয়ে
পরিহাসের হাসি হাসছে
সেই তুমি যে আজকে বাবার কোলে
নিশ্চিন্তে ঘুমিয়ে কাটালে
দেড় ঘণ্টা
সেটা কি বাবা হিসাবে আমাকে দেয়া তোমার গ্রেস মার্ক, মা?’