ঈশিকার আক্দ

কায়সার খান, ঈশিকা খান
কায়সার খান, ঈশিকা খান

বিয়ে করলেন অভিনেত্রী ও মডেল ঈশিকা খান। বর কায়সার খান থাকেন লন্ডনে, সেখানে রয়েছে তাঁর নিজের ব্যবসাপ্রতিষ্ঠান। গত সোমবার ঢাকায় ঈশিকার বাসায় পরিবার ও কাছের মানুষের উপস্থিতিতে আক্দ হয় তাঁর। আগামী শুক্রবার হবে বিয়ের অনুষ্ঠান এবং বিবাহোত্তর সংবর্ধনা হবে রোববার।