default-image

বিয়ের পর থেকেই লাপাত্তা ছিলেন লাক্স তারকা ও অভিনয়শিল্পী মিম মানতাশা। তাঁর হাতে থাকা চলমান নাটকের নির্মাতারাও খুঁজে পাচ্ছিলেন না মিমকে। সহকর্মীরা খুঁজে না পাওয়ায় উৎসুক ছিল সংবাদমাধ্যম। খুদেবার্তা পাঠালেও সেসবের প্রতি উত্তর দেননি মিম। অবশেষে ৩১ মার্চ পাওয়া গেল তাঁকে। অভিনয়শিল্পী জাহিদ হাসানের সঙ্গে কথা হলে জানা যায়, তাঁর সঙ্গে পুবাইলে একটি ঈদ নাটকের শুটিং করছেন মিম মানতাশা। এরপর কথা হয় তাঁর সঙ্গেও। তখনই মিম জানালেন, বিয়ের সময় সবার সঙ্গে কেন যোগাযোগ করতে পারেননি তিনি।

default-image

১২ মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় ছিল মিমের বিয়ের অনুষ্ঠান। সেদিনের পর থেকে এই অভিনয়শিল্পীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিচিত অনেকেই। একই কারণে তাঁর একটি নাটকের শিডিউল বাতিল করতে হয়েছে নির্মাতাকে। অনেকে ভেবেছিলেন, বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। সম্প্রতি প্রথম আলোকে মানতাশা জানালেন, সে রকম কোনো সিদ্ধান্ত নেননি তিনি। একটি ঈদের নাটকের শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন তিনি। কেন বিয়ের খবর কাউকে জানাতে পারেননি জানালেন সেটাও। মিম বলেন, ‘অনেকেই মনে করেছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা একদমই ভুল। হুট করেই বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্তে। দ্রুত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবার সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় ছিলাম না। বিয়ের খবর জানানোর সুযোগও ছিল না। এরই মধ্যে আবার আমার পরীক্ষা ছিল। সব মিলিয়ে কয়েকটা দিন বিনোদন অঙ্গনের অনেকের কাছ থেকে দূরে ছিলাম। এখন আমাদের আকদ হয়েছে। যখন প্রোগ্রাম করব, তখন সবাইকে বলব। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে সংসার করতে পারি।’

বিজ্ঞাপন
default-image

বিয়ের খবর ছড়ানোর পর নাটকের সহকর্মীদের মধ্যে আলোচনার তৈরি হয়। মিম বলেন, ‘আমার আকদ হচ্ছে, খবরটা সবাইকে জানানোর মতো কোনো খবরই মনে হয়নি। ভেবেছিলাম মূল অনুষ্ঠানের সময় ঘটা করে সবাইকে বিয়ের খবর দেব। তা ছাড়া বিয়ের আগে থেকেই আমার পরীক্ষা চলছিল, এটা শুটিং ইউনিটের সবাইকে জানিয়েছিলাম। আমি চাইলেও শুটিং করতে পারতাম না। বিয়ে ও পরীক্ষার কারণে কিছুটা ভুল–বোঝাবুঝি হয়েছিল। এখন সবার সঙ্গে কথা হয়েছে। সবার ভুলও ভেঙেছে।’

default-image

মিম জানান, তাঁর স্বামীর নাম ফাইরুজ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক। শ্বশুরবাড়ির কারোরই তাঁর অভিনয়ের ব্যাপারে কোনো আপত্তি নেই। স্বামীও চান মিম অভিনয় করুক। খানিক বিরতি নিয়ে ৩০ মার্চ তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। মিম জানান, তিনি নিজের মতো করেই এগিয়ে যেতে চান।
পুবাইলে জাহিদ হাসানের সঙ্গে মিম অংশ নিয়েছেন ‘বুড়ো জামাই টু’ নাটকের শুটিংয়ে। এই নাটকের ‘জামাই’ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। মিম বলেন, ‘জাহিদ হাসান আমার বড় ভাইয়ের মতো। তিনি সব সময় অভিনয় নিয়ে আমাকে সুপরামর্শ দেন। আমার অভিনয়ে ফেরা নিয়েও জাহিদ ভাইয়ের অনুপ্রেরণা ছিল। ফিরে এসে শুটিং করতে অনেক ভালো লেগেছে।’

default-image
বিজ্ঞাপন
টেলিভিশন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন