চারটি নতুন কার্টুন সিরিজ ও দুটি নতুন অনুষ্ঠান
রোববার শুরু হচ্ছে দুরন্ত টিভির ১৬তম মৌসুমের অনুষ্ঠান। চারটি নতুন কার্টুন সিরিজ ও দুটি নতুন অনুষ্ঠান থাকছে এবারের মৌসুমে। পাশাপাশি নিয়মিত অনুষ্ঠানগুলো থাকছেই।
নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘গল্প শেষে ঘুমের দেশে’–এর চতুর্থ মৌসুম এবং ‘রঙ বেরঙের গল্প’-এর চতুর্থ মৌসুম। আর নতুন কার্টুন সিরিজের মধ্যে আছে ‘রোলি পোলি ওলি’, ‘ডোরা দ্য এক্সপ্লোরার’, ‘টপ উইং’ ও ‘ফ্রাঙ্কলিন অ্যান্ড ফ্রেন্ডস’।
দুরন্ত টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন গল্প নিয়ে নতুন আঙ্গিকে ‘গল্প শেষে ঘুমের দেশে’-এর চতুর্থ মৌসুম প্রচারিত হবে রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে। ৬৫ পর্বের এই ধারাবাহিকের প্রতি পর্বেই একটি নতুন গল্প থাকছে। বিখ্যাত শিশুসাহিত্য এবং বিভিন্ন দেশের প্রচলিত নানা গল্প নিয়েই এই আয়োজন।
এ ছাড়া ‘রঙ বেরঙের গল্প’-এর চতুর্থ মৌসুম দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৬টায়। ‘ডোরা দ্য এক্সপ্লোরার’ রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে, বেলা ১টায় ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে। ‘রোলি পোলি ওলি’ দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ও দুপুর ১২টায়। ‘টপ উইং’ দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টায়, ২টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ‘ফ্রাঙ্কলিন অ্যান্ড ফ্রেন্ডস’ দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়।