ছবির গল্পে তারকাদের বড়দিনের শুভেচ্ছা

১ / ৭
বলিউড তারকা তাপসী পান্নু ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘গাছটা, উপহারগুলো আর লাল! মেরি ক্রিসমাস!’ শিগগির শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শুটিং। শিগগির পর্দায়ও আসছেন তিনি নতুন সিনেমায়
২ / ৭
ছবিটি পোস্ট করে বলিউড অভিনেত্রী কৃতি খরবান্দা লিখেছেন, ‘হে সান্তা সান্তা সান্তা, হো সান্তা সান্তা সান্তা।’ এটাই তাঁর শুভেচ্ছা জানানোর ভঙ্গি
৩ / ৭
বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার জ্যেষ্ঠ অভিনয়শিল্পী শ্রীলেখা মিত্র। সান্তার পোশাক আর টুপি পরে তিনি কেবল লিখেছেন— ‘মেরি মেরি’
৪ / ৭
ছেলেকে সান্তা ক্লজের পোশাক পরিয়ে তোলা ছবি পোস্ট করে কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান লিখেছেন, ‘এ কেবল এক মৌসুম নয়, এ এক অনুভূতি। এই বড়দিন সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি, আশা ও ভালোবাসা। বড়দিনের শুভেচ্ছা’
৫ / ৭
ঘটা করে নিজের প্রেমের খবর জানিয়েছেন টেলিভিশন তারকা মেহ্‌জাবীন চৌধুরী। নতুন বছরে হয়তো দেবেন গভীর আনন্দের কোনো খবর। লিখেছেন, ‘এই বড়দিন ও নতুন বছর সবার জীবনে বয়ে আনুক উষ্ণতা, স্বাচ্ছন্দ্য ও ভালোবাসা
৬ / ৭
ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে মা অপু বিশ্বাস জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা
৭ / ৭
কলকাতায় ইতিমধ্যে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন জয়া আহসান। ভক্ত ও বন্ধুদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি