ছিলেন সিনেমার জুটি, এবার নাটকেও

সিনেমার জুটি এবার আসছেন ছোট পর্দায়
ছবি: সংগৃহীত

গত ৩ জুন মুক্তি পেয়েছিল ‘আগামীকাল’ সিনেমা। সেই সিনেমায় নায়ক–নায়িকা ছিলেন ইমন ও সূচনা আজাদ। সেই সিনেমার জুটি এবার আসছেন ছোট পর্দায়। তাঁরা অভিনয় করেছেন ঈদ নাটক ‘বাকি ম্যান’–এ। একসঙ্গে বড় পর্দার পর ছোট পর্দার কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন সূচনা আজাদ।

‘আগামীকাল’, ‘কানামাছি’সহ সূচনা আজাদ তিনটা সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন ইমনকে।
ছবি : সংগৃহীত

একসঙ্গে ‘আগামীকাল’, ‘কানামাছি’সহ সূচনা আজাদ তিনটা সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন ইমনকে। দীর্ঘদিনের কাজের সহকর্মী হওয়া তাঁদের মধ্যে বোঝাপড়া ভালো। এবার শুটিংয়ের সময় সিনেমা নাকি নাটক, কখনো সেটা বুঝতেই পারেননি। কারণ, এই নাটকের গল্পও সিনেমাটিক। সূচনা বলেন, ‘ইমন ভাই যেমন ভালো মানুষ, তেমনি ভালো অভিনেতা। আমাদের এই নাটকে তাঁর অভিনয় দেখে মুদ্ধ হয়েছে। ঢাকাইয়া ভাষায় এত সুন্দর অভিনয় করেছেন, যেটা আমি আগে খুবই কম দেখেছি। আমাদের আগে থেকে একসঙ্গে অভিনয় করার কারণে কমফোর্ট জোন ছিল। পরপর তিনটি সিনেমার কাজ করার কারণে এবার নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ। নাটকটিতে আমাকে রাগি ও ঝগড়াটে মেয়ের চরিত্রে দর্শক দেখবেন। গল্পটি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটিতে তুলে ধরে হয়েছেন তরুণ এক বাকিখোরের গল্প
ছবি: সংগৃহীত

ইমন ও সূচনা অভিনীত তিনটি সিনেমাই পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এবার এই পরিচালক এ জুটিকে নিয়েই নাটকটি বানিয়েছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে ইমনের কাজের জায়গায় বোঝাপড়া ভালো। আমরা আগে সিনেমা করেছি। এবার নাটকটি বানানোর সময় মনে হলে হলো গল্পের জন্য ইমনকে দরকার। সেই জায়গা থেকে সিনেমার জুটিকেই নাটকে নিয়ে আসা। এতে দর্শক কাজে একধরনের ভ্যারিয়েশন দেখতে পাবে। গল্পের জন্য তাঁরা উভয়েই মানানসই। নাটকটির গল্পও মজার।’

‘বাকি ম্যান’ নাটকটির একটি দৃশ্যে
ছবি: সংগৃহীত

‘বাকি ম্যান’ নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকটিতে তুলে ধরে হয়েছেন তরুণ এক বাকিখোরের গল্প, যে বিভিন্ন দোকান থেকে বাকিতে জিনিসপত্র কেনে। এটাকে কেন্দ্র করেই ঘটতে থাকে মজার মজার ঘটনা। মানবিকভাবে যার পরিসমাপ্তি ঘটে। নাটকটি আজ রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার করা হবে। ইমন ও সূচনা অভিনীত ‘এসেছিলাম’ নামে আরেকটি নাটকটি আগামীকাল রাত ৮টায় একুশে টিভিতে প্রচার হবে।