ঠিক যেন টেইলর সুইফটের গানের দৃশ্য

এই ফটোশুট ও ভিডিও করতে তুরস্কের আলোকচিত্রী সাবান সিফজিবাসসারের সঙ্গে চুক্তি করেছিলেন অভিনেত্রী
ছবি: ফেসবুক

কিছুদিন আগে তুরস্ক গিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনেক দিনের ইচ্ছা ছিল তুরস্কে গেলে সেখানকার ভুবন বিখ্যাত কাপ্পাদোসিয়া অঞ্চলে ঘুরতে যাবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন। যেমন ইচ্ছা তেমন কাজ। তবে মেহজাবীনের এ ইচ্ছা পূরণের পর সেটা কাকতালীয়ভাবে মিলে গেছে এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের সঙ্গে!
তুরস্কের এই ঐতিহাসিক অঞ্চলে গিয়ে ছবি ও ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে একদিকে সূর্যাস্তের সময় শত শত হট এয়ার বেলুন উড়ছে, অন্যদিকে মেহজাবীন বটল গ্রিন গাউন পরে নিজের ছবি তুলছেন। মেহজাবীন লিখেছেন, টেইলর সুইফটের গানের একটি দৃশ্যের মতো।
এরপর নিচে লিখেছেন টেইলর সুইফটের ‘ওয়াইল্ডেস্ট ড্রিমস’ গানটির কয়েকটি লাইনও। গানের কথাগুলো অনেকটাই মিলে যায় অভিনেত্রীর দেওয়া ছবি ও ভিডিওর সঙ্গে। পোস্ট করা ভিডিওর অংশে গানটির অডিওর কিছু অংশও জুড়ে দিয়েছেন মেহজাবীন।

তুরস্কের এই ঐতিহাসিক অঞ্চলে গিয়ে ছবি ও ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন অভিনেত্রী
ছবি: ফেসবুক
হুট করেই নিজের ভিডিওতে সুইফটের গান জুড়ে দেওয়ার আইডিয়াটি আসে
ছবি: ফেসবুক

মেহজাবীন জানান, হুট করেই নিজের ভিডিওতে সুইফটের গান জুড়ে দেওয়ার আইডিয়াটি আসে। তিনি বলেন, ‘টেইলর সুইফটের “ওয়াইল্ডেস্ট ড্রিমস” গানের ভিডিওতে দেখা যায়, একটি মেয়ে সুন্দর পোশাক পরে সূর্যাস্ত দেখছে, শত শত বেলুন উড়ছে। নিজের ভিডিওটি দেখার পর মনে হয়েছে ভিডিওর কিছু অংশ সুইফটের ওই গানের কিছু কথার সঙ্গে মিলে যায়। এ জন্যই স্ট্যাটাস লিখে ভিডিওর সঙ্গে গানটি জুড়ে দিয়েছি। তা ছাড়া গানটি আমার খুব পছন্দের।’

বেলুন থেকে ইস্তাম্বুল শহর দেখা যায়
ছবি: ফেসবুক

অভিনেত্রী জানান, কাপ্পাদোসিয়া ফটোশুট, ভিডিও করার ব্যাপারটি আগে থেকে পরিকল্পনা করেই করা। মেহজাবীন বলেন, ‘পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা এটি। সূর্য ডুবে যাচ্ছে, শত শত হট এয়ার বেলুন উড়ছে আকাশে। প্রতিটি বেলুনের সঙ্গে একটা করে বাস্কেট থাকে। পর্যটকেরা বাস্কেটে চড়ে ঘুরে বেড়ান। ৭–৮ হাজার ফুট ওপরে ওঠে বেলুন। বেলুন থেকে ইস্তাম্বুল শহর দেখা যায়। স্বপ্নের মতো লাগে।’

তিন ঘণ্টা ধরে শুট করেছেন তিনি
ছবি: ফেসবুক

মেহজাবীন বলেন, এই ফটোশুট ও ভিডিও করতে তুরস্কের আলোকচিত্রী সাবান সিফজিবাসসারের সঙ্গে চুক্তি করেছিলেন। তিন ঘণ্টা ধরে শুট করেছেন তিনি।
এদিকে এক মাসের বেশি সময় পর আবার নাটকের শুটিংয়ে ফিরলেন মেহজাবীন। শনিবার থেকে অনন্য ইমনের এক ঘণ্টার একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। বলেন, ‘এটি ঈদের কাজ। এখনো নাম ঠিক হয়নি। আমার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস।’

এক মাসের বেশি সময় পর আবার নাটকের শুটিংয়ে ফিরলেন মেহজাবীন
ছবি: ফেসবুক