ডিসেম্বরে শুটিং শুরু ডিসেম্বরেই মুক্তি
২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ চলচ্চিত্রের শুটিং। আজ এই অভিনেতা এবং নির্মাতা জানান, ডিসেম্বরের শেষ দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। কেন বছরের শেষ দিনে ছবিটি মুক্তি দিতে চান সাব্বির?
‘দুই বছর ধরে আমরা করোনার মধ্যে আছি। আমাদের প্রত্যাশা, করোনা চলতি বছরেই শেষ হবে। নতুন বছর ফুলের মতোই সুন্দর হবে। জীবনটা আলোকিত হবে। সেটি আমরা ‘রাত জাগা ফুল’ সিনেমার গল্পতেও নানাভাবে বলতে চেয়েছি। আমাদের সিনেমা নামের অর্থের সঙ্গেও মিল রয়েছে,’ বলেন মীর সাব্বির।
প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন মীর সাব্বির। প্রথমবার সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েই ২০১৮-২০১৯ অর্থবছরের অনুদান পেয়ে গেছেন তিনি। শুটিং শেষ করে চেয়েছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মার্চে চলচ্চিত্রটি মুক্তি দেবেন তিনি। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। মীর সাব্বির বলেন, ‘আমি সৎভাবে সিনেমাটি নির্মাণ করেছি। সিনেমা নির্মাণ নিয়ে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমাদের শুটিংয়ের সময়, ও পোস্টের কাজে সবাই সবার সেরাটা দিয়ে সহযোগিতা করেছেন। আমি কোনো ফাঁকি দিয়ে কাজটি করিনি। আমার সেরাটি দিয়েছি। এখন দর্শক সিনেমাটি ভালোভাবে নিলেই আমাদের শ্রম সার্থক।’
মীর সাব্বিরের চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’-এর জন্য গেয়েছেন নচিকেতা। সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রের সহ-প্রযোজক মীর সাব্বিরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর। আরও আছেন মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবদুল্লাহ রানা। পরিচালনার পাশাপাশি থ্রিলার ও রোমান্টিক ধারার এই চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মীর সাব্বির।