নাটকের ভিউকে সার্কাসের সঙ্গে তুলনা অভিনেত্রীর

টেলিভিশন নাটকে ১৬ বছর আগে ভিউ নিয়ে ছিল না মাতামাতি। টেলিভিশনই নাটক দেখার একমাত্র উপায় ছিল। এই মাধ্যমেই নাটক দেখে আনন্দ পাওয়া কিংবা দর্শক প্রতিক্রিয়া জানার একমাত্র উপায় ছিল। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক প্রতিক্রিয়ার মাধ্যমটা বদলে গেছে। এখন ভিউ নিয়ে রয়েছে মিশ্র একটা প্রতিক্রিয়া।

মৌটুসী বিশ্বাস

১৬ বছর আগে প্রচারিত হওয়া ‘বনফুল’ নামের একটি নাটকের স্মৃতিকথা ফেসবুকে শেয়ার করে মৌটুসী বিশ্বাস লিখেছেন, ১৬ বছর হয়ে গেল। তখনো ভালো টেলিভিশন ফিকশন হতো। ভিউয়ের সার্কাস শুরু হয়নি। বিশাল তারকাদের শিডিউলের চাপের বাইরে অনেকে ভালো কাজ, ভালো চরিত্রের সুযোগ পেয়েছে।

মৌটুসী বিশ্বাস

প্রসঙ্গটি ধরে কথা হয় এই অভিনয়শিল্পীর সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিউ নামক সার্কাসের জন্য অনেক অ্যারেঞ্জার বাজেটের একটি বড় অংশ হিট তারকাদের দিয়ে নিজেরাই পরিচালক বনে গেল। জোর করে গুটিকয় তারকাদের সব চরিত্র করাতে লাগল। অনেক ভালো ভালো পরিচালক এবং অভিনয়শিল্পীর গুরুত্ব কমে গেল। যার ফল আমরা এখন পাচ্ছি। তবে নাটকের ভালোর দিকে ফিরে আসবে সেই অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি, টিভি নাটক একদিন ঘুরে দাঁড়াবে।’

মৌটুসী বিশ্বাস

কিন্তু অনেকের মতে, ভিউ মানেই তো দর্শক, এ প্রসঙ্গ তুলতেই মৌটুসী বলেন, ‘দর্শক সেটাই দেখবে, যেটা আপনি দেখাবেন, কিন্তু একসময় আর তা দেখবে না। তা ছাড়া ভিউয়ের বিষয়টি তো শুধু আমি বলেছি তা তো নয়। এই বিষয়টি তো এত দিনে পুরোনোও হয়ে গেছে। এসব কথা কোটি কোটি বার বলে, নিউজ, আলোচনা, ইন্টারভিউ হয়ে এখন টিভি নাটকই বিপদে। যখন গল্প এবং চিত্রনাট্য প্রধান ভূমিকা পালন করবে, তখন সব ঠিক হয়ে যাবে।’