নিজেকে পুরোপুরি ফিট করে তবেই শুটিং

আজ শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন নুসরাত ইমরোজ তিশা। ঢাকা উত্তরের একটি কেন্দ্রে সকালে গিয়ে তিনি টিকা নেওয়ার কাজটি সেরে নেন।

নুসরাত ইমরোজ তিশা
ছবি: ফেসবুক

দেরিতে টিকা নেওয়ার কারণ প্রসঙ্গে তিশা বলেন, ‘প্রথম যখন করোনার টিকা দেওয়া শুরু হলো, ‘তখন আমি “বঙ্গবন্ধু” বায়োপিকের শুটিং করছিলাম। পরে যখন সময় পেলাম, তখন আবার বয়স মিলছিল না। বয়সের কোটা সমস্যা যখন কেটে গেল, তখন আবার নেব কি নেব না, এ নিয়ে একটা দ্বিধায় ছিলাম। পরে ভাবলাম, না, করোনার টিকা নেওয়াই উচিত। বিশেষ করে সরয়ার (তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী) যখন করোনাক্রান্ত হলো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিই এবং টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করি। এরপরই প্রথম ডোজ আর আজ দ্বিতীয় ডোজ নিয়ে ফেললাম। করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে টিকা নেওয়া উচিত।’

বেশি কিছুদিন ধরে নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিশা। নতুন নাটকে অভিনয়ের জন্য আরও সময় নিতে চান। নিজেকে পুরোপুরি ফিট করে তবেই শুটিং করতে চান। তবে কবে, কখন, তা নির্দিষ্ট করে বলেননি।

নুসরাত ইমরোজ তিশা

পায়ের ইনজুরির কারণে গেল ঈদেও নতুন কোনো নাটকে অভিনয় করেননি তিশা। বনানীর বাসায় বসে শুধু ‘দি বক্স’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। এর আগেও এই আয়োজনের দুটি সিজন উপস্থাপনা করেন তিনি। তিশা বলেন, ‘নতুন কোনো কাজ উপহার দিতে পারিনি বলে একদিক দিয়ে খারাপ লেগেছে, আরেক দিকে ভাবলে মনে হয়, বিরতিটাও দরকার ছিল। মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়, নিজেও মিস করতে হয়। মিস না করলে তো পাওয়ার মূল্য বোঝা যায় না।’

নুসরাত ইমরোজ তিশা
প্রথম আলো

শুটিংয়ে ব্যস্ত থাকা সময় কাটছে কীভাবে জানতে চাইলে তিশা বলেন, ‘ঘরে থেকে রান্নাবান্না এবং ঘরের কাজ যেমন করছি, তেমনি বই পড়ছি, সিনেমা দেখছি। এসবে অনেক সময় কাটছে।’

নুসরাত ইমরোজ তিশা
ছবি: ফেসবুক