বাইডেনের জয়ে যা বললেন বাংলাদেশের তারকারা

এই তারকাদের কেউ কেউ থাকেন যুক্তরাষ্ট্রে, কেউ বা বাংলাদেশে

গতকাল রাত থেকেই বাইডেনের জয়ের চূড়ান্ত আভাস পাওয়া যায়। তখন থেকেই ঢালিউড এবং বাংলাদেশের ছোট পর্দার তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন মার্কিন ভাবী প্রেসিডেন্টকে। অনেকেই মার্কিন নতুন প্রেসিডেন্টকে নিয়ে সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখছেন। অনেকেই আবার বিশ্বরাজনীতিতে পরিবর্তনের আভাস দেখছেন।

ফেসবুকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানী। তিনি লিখেছেন, ‘আবারও প্রমাণিত হলো জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে। নিজের ভোট নিজে প্রয়োগ করার ক্ষমতা, নিরপেক্ষ ভোটারদের ভোট কত গুরুত্বপূর্ণ, সেটা বুঝিয়ে দিলেন মার্কিন নাগরিকেরা। প্রমাণিত হলো অহংকারই পতনের মূল।’ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি বিদায় হও।’

ইরেশ যাকের। ছবি: ফেসবুক থেকে

দীর্ঘদিন ক্যামেরার সামনে নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি। মাঝেমধ্যে তিনি উঁকি দেন ফেসবুকে। ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নতুন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে তিনি লিখেছেন, ‘অভিনন্দন মি. প্রেসিডেন্ট।’

যুক্তরাষ্ট্রের নাগরিক অভিনেত্রী শ্রাবন্তী মায়ের অসুস্থতার খবরে গত মাসে এসেছিলেন বাংলাদেশে। সন্তানদের নিয়ে নিউইয়র্কে বাস করেন এই অভিনেত্রী। গত ১৯ অক্টোবর তাঁর মায়ের মৃত্যুর পর এই অভিনেত্রী ফিরে যান যুক্তরাষ্ট্রে। বাইডেনের জয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন এই বাংলাদেশি তারকা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাস করছেন বাংলাদেশের তারকা টনি ডায়েস এবং মোনালিসা। ফেসবুকে তাঁরাও নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। মোনালিসা লিখেছেন, ‘আমি জানতাম জো বাইডেন এবং কমলা হ্যারিস জয়ী হবেন।’

ইপশিতা শবনম শ্রাবন্তী।
প্রথম আলো।

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী মার্কিন নির্বাচন নিয়ে লিখেছেন, ‘বিশ্ববাসী কেন উল্লাস করছে জানেন? কারণ, তাঁরা ট্রাম্পের হাত থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছেন। তাঁদের কেউ মনে করেন না যে তাঁরা একজন সাধু রাজনীতিক পাবেন। তাঁরা চান একজন ভদ্রলোক, যাঁর হৃদয়ে একটু মমতা থাকবে, যিনি মানুষকে ঐক্যবদ্ধ রাখবেন এবং ঘৃণা ছড়াবেন না। তাহলেই “হেট পলিটিক্স” শব্দ দুটি আর ব্যবহৃত হবে না।’ বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিনেতা এবং নির্মাতা শামীম শাহেদ লিখেছেন, ‘অভিনন্দন আমেরিকা। এটাই চূড়ান্ত ফল হওয়ার কথা ছিল।’

ছোট পর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘নির্বাচনের জয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে অভিনন্দন।’ অভিনেত্রী মিথিলা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করছেন। সেখানে একপাশে গায়ক অর্ণব এবং অন্য পাশে ডোনাল্ড ট্রাম্পের ছবি। সেই ছবির নিচে লেখা, ‘লাল না হয়ে নীল হলো ক্যান? এটি অর্ণবের জনপ্রিয় একটি গানের লাইন।’ অভিনেতা এবং প্রযোজকদের নেতা ইরেশ যাকের লিখেছেন, ‘আমি জানি না আমেরিকার এই পরিবর্তনের কারণে পৃথিবী কতটা পরিবর্তিত হবে। তবে আমি মনে করি, বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিমান ব্যক্তিরা ধর্মান্ধ বা বোকা কোনোটাই নয়। অভিনন্দন আমেরিকা।’