বাবু ভাইয়ের মতো অভিনেতা হতে চাই

প্রথম আলোর একটি ফিচারে মডেল হয়েছিলে সুজাত শিমুল। ছবি: সুমন ইউসুফ
তরুণ অভিনেতা সুজাত শিমুল কাজ করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। লিখেছেন বেশ কিছু একক নাটক ও টেলিছবির চিত্রনাট্য। পালন করছেন অভিনয়শিল্পী সংঘের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব। সম্প্রতি ৫৭০ নামে একটি সিনেমার শুটিং শেষ করলেন এই অভিনেতা। সাম্প্রতিক নানা কাজ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

প্রশ্ন :

প্রায়ই দেখা যায়, ফেসবুকে চরিত্রের ছবিগুলো ফাঁস করে দিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান কোনো বিধিনিষেধ আরোপ করে না?

যেগুলো এক্সক্লুসিভ, সেগুলো দিই না। অবশ্য ফেসবুকে ছবি দিলে বন্ধুরা চরিত্রটির প্রতি আগ্রহী হন।

‘ঘণ্টিঘর’ সিনেমার একটি দৃশ্যে সুজাত শিমুল

প্রশ্ন :

যত দূর জানি, ৫৭০ ঐতিহাসিক ছবি। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আরও দুটি ছবিতে আপনি অভিনয় করছেন। সেসবের কী অবস্থা?

৫৭০ আশরাফ শিশিরের ছবি। আমার অংশের শুটিং শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা দুটির কাজ আপাতত বন্ধ। সবকিছু স্বাভাবিক হলে পরিচালকেরা আবার শুরু করবেন।

প্রশ্ন :

টেলিভিশনে আপনাকে এখন দেখা যাচ্ছে কতগুলো নাটকে?

বিভিন্ন চ্যানেলে চলমান প্রায় সাতটি ধারাবাহিকে আমাকে দেখা যাবে।

প্রশ্ন :

এ মুহূর্তে কী নিয়ে ব্যস্ততা?

দীপ্ত টিভির নতুন ধারাবাহিক গ্যাংস্টার গণি ভাই নাটকের শুটিং করছি। এই প্রথম কোনো বেসরকারি টিভি চ্যানেলে মাল্টি ক্যামেরায় শুটিং হচ্ছে। পুরো দৃশ্যের সংলাপ মুখস্থ রাখতে হচ্ছে। পরে একবারে ক্লোজ শট, লং শট কেটে নেওয়া হবে। দারুণ ব্যাপার। এ রকম হতে দেখেছি কেবল বিটিভিতে।

একরাত্রি নাটকে মম ও সুজাত শিমুল

প্রশ্ন :

তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে অভিনয়শিল্পী সংঘের জন্য কী করলেন?

আমার নির্বাচনী ইশতেহারে ছিল একটি আধুনিক পরিচয়পত্র, ইউটিউব চ্যানেল ও একটি ওয়েবসাইট। প্রথম দুটি করা হয়ে গেছে। ওয়েবসাইটের কাজ প্রায় ৭০ শতাংশ হয়ে গেছে। এটা হয়ে গেলে বিশ্বের যেকোনো জায়গা থেকে অভিনয়শিল্পীরা নিজেদের পরিচয় দিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে শিগগিরই আমরা সাইটটা উদ্বোধন করতে পারব।

প্রশ্ন :

মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় অনেক দিন হলো অভিনয় করছেন। আপনার স্বপ্ন কী?

আমি বাবু (ফজলুর রহমান) ভাইয়ের মতো অভিনেতা হতে চাই। আর আমার এলাকা সন্দ্বীপের নদীভাঙন নিয়ে একটি কাজ করতে চাই।

প্রশ্ন :

যত দূর জানি, ফ্ল্যাট গুছিয়ে ফেলেছেন। বিয়ে কবে?

পাত্রী খুঁজে পাচ্ছি না। পাত্রী পেলেই বিয়ে।