বিয়ের কথা বললেন শখ-নিলয়

অভিনয় ও মডেলিং জগতের আলোচিত আনিকা কবির শখ ও নিলয় আলমগীর বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শখের পুরাণ ঢাকায় বাসায় তাঁদের এই বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের ঘনিষ্টজনেরাই শুধু উপস্থিত ছিলেন।

প্রথম আলোর কাছে আজ শুক্রবার সকালে নিজেদের বিয়ের কথা স্বীকার করেন শখ ও নিলয়। বললেন, হঠাৎ করেই পুরো কাজটা হয়েছে। আমাদের দুজনের পরবর্তী জীবনের জন্য সবাই দোয়া করবেন।