ময়ূরাক্ষী

মাছরাঙা টিভিতে আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ময়ূরাক্ষী। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন মৌ, মাজনুন মিজান, অপর্ণা প্রমুখ।
কনা ও তার স্বামী জয়ের মধ্যে অনেক বেশি দূরত্ব। কনা খুব সন্দেহপ্রবণ। কিন্তু অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় জয়। একদিন রাতে বাড়ি ফেরার সময় বধূবেশে একটি মেয়েকে দেখে চমকে যায় জয়। মেয়েটি তার কাছে সাহায্য চায়। জয় মেয়েটিকে বাসায় নিয়ে আসে। সে কনাকে সবকিছু খুলে বলে। আর মেয়েটি এক কল্পিত গল্প উপস্থাপন করে।