স্বামীর কণ্ঠ নকল করে রোজীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কে

জন্মদিনে অভিনেত্রী রোজী সিদ্দিকীর সময় কাটছে তাঁর অভিনয় অঙ্গনের সহকর্মীদের সঙ্গে। জীবনের এই বিশেষ দিনে স্বামী অভিনেতা শহীদুজ্জামান সেলিমের কণ্ঠ নকল করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরেক অভিনয়শিল্পী সাজু খাদেম! আজ জন্মদিনে রোজী সিদ্দিকী তাঁর সঙ্গে ঘটে যাওয়া মজার এ ঘটনা প্রথম আলোকে জানালেন।

জন্মদিনের সকালে ঘুম থেকে উঠেই প্রয়োজনীয় কাজ সেরে ছুটেছেন শুটিংয়ে। দিনটি কীভাবে দিন কাটছে সন্ধ্যায় জানতে চাইলে তিনি বলেন,‘এমন একটা দিনে শুটিংয়ে সহশিল্পী হিসেবে সাজু খাদেম থাকলে আর কিছুর দরকার পড়ে না। প্রতিটা মুহূর্তে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। ওর দুষ্টুমি তো তুলনাহীন। সেলিমের (শহীদুজ্জামান সেলিম) কণ্ঠ নকল করে কিছুক্ষণ পরপর শুভেচ্ছা জানাচ্ছে।’

রোজী সিদ্দিকী। ছবি: সংগৃহীত

শহীদুজ্জামান সেলিমের কণ্ঠ নকল করে সাজু খাদেম কী বলছেন? জানতে চাইলে রোজী হেসে বলেন, ‘সাজু খাদেম তো আমাদের সবার ভীষণ পছন্দের। ও শুটিংয়ে থাকলে এমনিতেই অনেক মজা হয়। সে মজা করছে, রোজী তুমি এত গ্ল্যামারাস। তোমার মতো সুন্দরী আগে দেখিনি। দিন দিন তুমি আরও সুন্দর হয়ে যাচ্ছ। আর কী বলব, বলার ওপরেই আছে (হেসে)।’

জন্মদিনে শুটিংয়ে থাকলে সব সময় অন্য রকম মজায় দিন কাটে। ইউনিট–সংশ্লিষ্টদের জন্মদিন ঘিরে থাকে আলাদা আয়োজন—জানালেন রোজী সিদ্দিকী। আজ তিনি ‘হাওয়াই মিঠাই’ নামে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ নাটকের শুটিংয়ে আজ ছিলেন মারজুক রাসেল, নাবিলাসহ অনেকে। জন্মদিন বলেই শুটিং ইউনিটে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন রোজী। বেশ হাসিখুশি দিনটি কাটলেও তাঁর মনে রয়েছে কষ্ট। তিনি বলেন, ‘আমার জন্মদিন ঘিরে দুই মেয়ের বাড়তি আগ্রহ থাকে। অস্ট্রেলিয়ায় থাকা ছোট মেয়ের আগ্রহ বরাবরই বেশি। গত বছরের জন্মদিনেও সে থাকতে পারেনি। তবে তার এক বন্ধুকে দিয়ে কেক পাঠিয়ে দিয়েছিল। এবারও উপহার পাঠিয়েছে। ছোট মেয়েটাকে খুব মিস করছি।’

স্ত্রী রোজী সিদ্দিকীর সঙ্গে শহিদুজ্জামান সেলিম

এবারের জন্মদিনে শহীদুজ্জামান সেলিমও একটি কেকে এনেছিলেন, কিন্তু তা স্ত্রী রোজী সিদ্দিকীকে বুঝতে দেননি। সব সময় তিনি এভাবেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেন। সেলিমের আনা সেই কেকটি কাটা হয় রাত ১২টায়। এখনো অভিনয়শিল্পী স্বামীর কাছ থেকে স্মরণীয় তেমন কিছু উপহার পাননি বলে জানান রোজী। তবে স্ত্রী কিছু বললে, সেটা সঙ্গে সঙ্গেই কিনে দেন সেলিম।

রোজী বলেন, ‘সেলিম বাসায় প্রয়োজনীয় কিছু দরকার পড়লে সব সময় কিনে দেয়। তা ছাড়া বিশেষ দিবসে উপহার কম দেয়। ভালোবাসার কমতি থাকে না। সে একটু ইনট্রোভার্ট টাইপের। নিজেকে প্রকাশ করে কম। তা ছাড়া সে নাটকে যেমন, স্বামী হিসেবে রোমান্টিক আমার জন্য তেমন নন। মাঝে অনেক বলেও তাকে রোমান্টিক বানাতে পারি না। তবে আমাদের বোঝাপড়া খুবই ভালো।’

পঞ্চনারী আখ্যান–এর পঞ্চাশতম মঞ্চায়নে রোজী সিদ্দিকী

করোনায় আক্রান্ত হয়েছিলেন সেলিম ও রোজী দম্পতি। গত মাসে তাঁরা সেরে উঠেছেন। তবে এখনো শারীরিকভাবে কিছুটা দুর্বলতা রয়ে গেছে। করোনা শনাক্ত হওয়ার পরে প্রথমে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। সুস্থ হয়ে কাজে ফিরেছেন। রোজী বলেন, ‘এখন নিয়মিত শুটিং করছি। কাজের মধ্যে থাকলেই ভালো থাকি। কাজ না থাকলেই আরও খারাপ লাগে। এখন ধারাবাহিকের শুটিং চলছে। সামনে একটি সিনেমার শুটিং শুরু করব।’