মোশাররফ, চঞ্চল ও নিশো প্রসঙ্গে ঢাকায় যা বললেন স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি বাংলাদেশের যে তিন অভিনেতা নিয়ে কথা বলেছেন, তাঁরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকোলাজ

ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে বাংলাদেশের ছবিতে প্রথম দেখা গিয়েছিল শাকিব খানের বিপরীতে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘সবার উপরে তুমি’, পরিচালনা করেছিলেন এফ আই মানিক। গেল বছরের শেষ দিকে শোনা যায়, এই অভিনেত্রী বাংলাদেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে ‘ওয়ান ইলেভেন’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বছরের শুরুতে তিনি এলেন ঢাকায়, উদ্দেশ্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে এসে তিনি বাংলাদেশি তিন অভিনেতা প্রসঙ্গে তাঁর ভালো লাগার কথা জানান।

স্বস্তিকা মুখার্জি বাংলাদেশের যে তিন অভিনেতা নিয়ে কথা বলেছেন, তাঁরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। এই তিন তারকার কাজ তিনি ভারতে বসেই দেখেছেন বলেও সংবাদমাধ্যমকে জানান।

২০ জানুয়ারি ঢাকায় শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি। এবার এই চলচ্চিত্র উৎসবের ২২তম আয়োজন। এই উৎসবে ২৪ জানুয়ারি সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তাঁর অভিনীত ছবি ‘বিজয়ার পরে’।

মোশাররফ করিম
ছবি : প্রথম আলো

তার আগে গতকাল রোববার উৎসবে ‘উইমেন ইন সিনেমা’–বিষয়ক একটি আলোচনায় অংশ নেন স্বস্তিকা। সেখানে তিনি কথা বলেন ভারতীয় চলচ্চিত্রে নারীদের কীভাবে উপস্থাপন করা হয়, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে সেন্সর বোর্ড কোন দৃষ্টিতে নারী চরিত্রগুলো দেখে এবং সিনেমায় নারী চরিত্রগুলো কেমন হওয়া উচিত, এসব বিষয় নিয়ে।

আলোচনা শেষে স্বস্তিকা মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বাংলাদেশের তারকাদের প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় এই অভিনেত্রী বলেন, ‘মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী, আফরান নিশোর কাজের খুবই ভক্ত আমি। কিন্তু আফরান নিশোর বিরাট বড় ভক্ত। তাঁর “সুড়ঙ্গ” সিনেমাটি দুবার দেখেছি। এ ছাড়া চরকি ও হইচই প্ল্যার্টফর্মে “সিন্ডিকেট”, “কাইজার”সহ অভিনেতার সব কাজ দেখেছি।’

কথায়–কথায় স্বস্তিকা জানালেন, বাংলাদেশের অনেকের কাজই তাঁর প্রিয়। ওটিটির বদৌলতে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর কাজ নিয়মিত দেখেন। তবে এই অভিনেত্রীর কাছে ভীষণ প্রিয় কিন্তু আফরান নিশো! স্বস্তিকা বলেন, ‘আমি বিমানবন্দর থেকে আসার সময় আমার গাড়ির পাশে কোনো একটি ব্যানারে তাঁর (আফরান নিশো) বিজ্ঞাপনের ছবি দেখেছি। যেটা দেখেও লাফিয়ে উঠেছি। আমি আসলে তাঁর অনেক বড় ভক্ত।’

চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

অভিনয়ের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ হওয়ার বিষয়ে গুরুত্ব দেন স্বস্তিকা। তিনি বলেন, ‘শিল্পীদেরও একটা দায়িত্ব থাকে। অসংখ্য তরুণ দর্শক আমার সিনেমা দেখেন, সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করেন। সুতরাং মাথায় সব সময় থাকে, এমন চরিত্র আমার বেছে নেওয়া উচিত, যা সবাইকে অনুপ্রাণিত করবে। যদিও অভিনয়ই আমার রুটিরোজগার। তবে শুধু রোজগারের জন্য আমাদের সিনেমা করা উচিত নয়।’

আফরান নিশো
ছবি : প্রথম আলো