মেহজাবীনের বিয়ে নিয়ে তাঁরা যা বললেন

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি মেহজাবীন ও আদনানের আকদ্ সম্পন্ন হয়। এরপর গতকাল সোমবার দুপুরে মেহজাবীন ও আদনানের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। এর ঠিক আগের দিন ছিল গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান। ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে তাঁদের সেই আয়োজনে উপস্থিত হন। এরপর দুজনকে শুভকামনা জানিয়ে কে কী লিখেছেন, তা–ই দেখে নেওয়া যাক—
১ / ৫
পরিচালক আশফাক নিপুণ ও সংগীতশিল্পী এলিটা করিম দম্পতি মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজন। একসঙ্গে তাঁদের নানা আড্ডাতেও দেখা গেছে। মেহজাবীন–আদনানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুজনের এই স্থিরচিত্রটি পোস্ট করে আশফাক নিপুণ লিখেছেন, ‘আমরা তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমাদের জীবন সুখ ও ভালোবাসায় পরিপূর্ণ থাকুক। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক।’
২ / ৫
দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে জীবনসঙ্গী করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। বিনোদন অঙ্গনে এই জুটির সম্পর্ক অনেকটা ‘ওপেন সিক্রেট’ থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তাঁরা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন করেন তাঁরা। আর গতকাল সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এই বন্ধন। মেহজাবীনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস ও সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই–বা ছিল!’
৩ / ৫
সাভারের রিসোর্টে মেহজাবীন ও আদনানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ। মেহজাবীন ও আদনানের স্থিরচিত্র পোস্ট করার পাশাপাশি বর–কনের বাবার সঙ্গেও একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। মজা করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাই বউ–জামাইয়ের সাথে ছবি দিচ্ছে, আমি তাদের বাবার সাথে ছবি দিলাম...! দুজন চমৎকার বাবার সঙ্গে।’
৪ / ৫
নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগও মেহজাবীন দীর্ঘদিনের পরিচিত। একসঙ্গে তাঁরা দুজন বিভিন্ন মঞ্চে পারফর্মও করেছেন। মেহজাবীনের বেশির ভাগ নৃত্যানুষ্ঠানের কোরিওগ্রাফিতে থাকেন সোহাগ। নবদম্পতির সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে সোহাগ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন মেহজাবীন চৌধুরী।’
৫ / ৫
‘ন ডরাই’ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা ও দোয়া।’