‘হাড়কিপ্‌টে’, ‘ভবের হাট’ না ‘রঙের মানুষ’—কোনটি শীর্ষে রাখতে চান লাভলু

কখনোই অভিনেতা বা নির্মাতা হতে চাননি সালাহউদ্দিন লাভলু। অথচ চার দশকের বেশি সময় অভিনয় আর নির্মাণেই কাটিয়ে দিলেন। গতকাল ছিল এই নির্মাতা ও অভিনেতার ৬১তম জন্মবার্ষিকী। অনেক জনপ্রিয় নাটকের এই কারিগর বিশেষ এই দিনে তাঁর নির্মিত পছন্দের সাতটি জনপ্রিয় নাটকের তালিকা করলেন। ‘হাড়কিপ্‌টে’, ‘ভবের হাট’, ‘রঙের মানুষ’সহ পছন্দের সাতটি নাটকের মধ্যে কোনটিকে শীর্ষ রাখলেন তিনি
১ / ৭
সালাহউদ্দিন লাভলুর জনপ্রিয় নাটকের একটি ‘কবুলীয়তনামা’। এনটিএন বাংলায় প্রচারিত নাটকটি লিখেছেন কাজী শাহীদুল ইসলাম। নাটকটিকে পছন্দের তালিকায় ৭ নম্বরে রাখতে চান সালাহউদ্দিন লাভলু।
ছবি: সংগৃহীত
২ / ৭
‘প্রিয় দিন প্রিয় রাত’ নামের একটি নাটক এই পরিচালকের অনেক পছন্দের। নাটকটিকে ৬ নম্বর তালিকায় রাখতে চান লাভলু। এটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়।
ছবি: সংগৃহীত
৩ / ৭
চ্যানেল আইয়ে প্রচারিত আরেকটি নাটক ‘সোনার পাখি রুপার পাখি’ আলোচিত হয়। কাজী শাহীদুল ইসলামের লেখা ধারাবাহিকটি পছন্দের ৫ নম্বরে রাখতে চান পরিচালক।
ছবি: সংগৃহীত
৪ / ৭
পরিবারের বাবা-ছেলেরা কিপটে। সেই গল্প নিয়েই বৃন্দাবন দাসের লেখা নাটক ‘হাড়কিপ্‌টে’। নাটকটি সালাহউদ্দিন লাভলু পছন্দের কাজগুলোর তালিকায় ৪ নম্বরে রাখতে চান।
ছবি: সংগৃহীত
৫ / ৭
সালাহউদ্দিন লাভলুর আরেকটি জনপ্রিয় নাটক ‘সাকিন সারিসুরি’। একই নামের একটি গ্রামের নানা ঘটনা নিয়েই এর গল্প। বৃন্দাবন দাসের লেখা নাটকটিকে লাভলু ৩ নম্বর তালিকায় রেখেছেন।
৬ / ৭
মনে আছে সেই ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকের কথা? মাসুম রেজার নাটকটিকে সালাহউদ্দিন লাভলুর ভক্তরা অনেকে ১ নম্বরে রাখতে চান। সেই নাটক এই পরিচালক পছন্দের তালিকায় ২ নম্বরে রেখেছেন।
ছবি: সংগৃহীত
৭ / ৭
সালাহউদ্দীন লাভলুর নাটকের ভক্তরা হয়তো এত সময় তালিকা দেখে ভাবছেন ‘রঙের মানুষ’ ধারাবাহিকটি কোথায় গেল? দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তাঁর পছন্দের শীর্ষে ‘রঙের মানুষ’ নাটকটি। এটি রচনা করেছেন সেলিম আল দীন ও মাসুম রেজা। এটি এনটিভিতে প্রচার হয়।
ছবি: সংগৃহীত