ভোটকেন্দ্রে আফজাল, জাহিদ, তৌকির,সেলিম, বাবুসহ আরও যাঁরা এসেছিলেন

ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ শনিবার সকাল ৯টা থেকে থেকে চলছে অভিনয়শিল্পী সংঘের ভোট গ্রহণ। নতুন নেতৃত্ব নির্বাচনের এই ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সকাল থেকে যাঁরা ভোট দিতে এসেছিলেন, মনজুর কাদের–এর তোলা স্থিরচিত্রে একনজরে দেখে নেওয়া যাক তাঁদের—
১ / ১৩
ভোট গ্রহণ শুরুর প্রথম দিকে আসেন আফজাল হোসেন, গাজী রাকায়েত ও শহীদুজ্জামান সেলিম। তাঁরা তিনজন একসঙ্গে নতুন একটি ছবির শুটিং করছেন। তাই তাড়াতাড়ি ভোট দিয়ে তাঁরা যাঁর যাঁর মতো করে শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে যান। ভোট দিতে এসে এভাবেই ক্যামেরাবন্দী হলেন আফজাল হোসেন।
২ / ১৩
এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল। তাঁকে ভোটকেন্দ্রে ঢুকতে দেখে অনেকেই অবাক হন। প্রথম আলোর সঙ্গে আলাপে জানালেন, দুই মাস ধরে তিনি ঢাকায় আছেন। ঢাকায় যেহেতু আছেন, তাই ভোট দিতে এসেছেন। ভোটের এই দিনে একফাঁকে সবার সঙ্গে দেখাও হওয়ার সুযোগও তৈরি হয়। ছবিতে বাঁ থেকে অভিনয়শিল্পী নিকুল কুমার মন্ডল, শামস সুমন ও আদনান ফারুক হিল্লোল।
৩ / ১৩
ভোটকেন্দ্রের বাইরে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রওনক হাসান সহশিল্পীর সঙ্গে কথা বলছিলেন।
৪ / ১৩
অভিনয়শিল্পী সংঘের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাশেদ মামুন অপু। একজন অভিনয়শিল্পী ভোটারকে পাশে পেয়ে কোলাকুলি করছেন। পাশেই শামস সুমন, আদনান ফারুক হিল্লোল ও নিকুল কুমার মন্ডল।
৫ / ১৩
ভোটকেন্দ্রে ঢোকার পথে দেখা হয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর সঙ্গে। প্রথম আলোর অনুরোধে ছবি তোলার জন্য পোজ দেন। তিনি বললেন, সবাই তো সবার মতো করে ব্যস্ত। এই দিনে সবার সঙ্গে দেখা হয়। একটা উৎসব উৎসব ব্যাপার সবার মধ্যে থাকে।
৬ / ১৩
ভোট গ্রহণের দিন সকালে ছবিতে আফজাল হোসেন, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম ও রওনক হাসান প্রমুখ
৭ / ১৩
ভোট দিতে এসেছিলেন অভিনয়শিল্পী আবদুল্লাহ রানা ও ডা. এজাজ।
৮ / ১৩
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনয়শিল্পী ডা. এজাজ, হাফিজুর রহমান সুরুজ, শতাব্দী ওয়াদুদ ও রওনক হাসান।
৯ / ১৩
ভোট দিতে এসে হাসি–আড্ডায় মেতে উঠেছিলেন প্রায় সবাই। কেউ সেলফি তুলে মুহূর্তটি ধরে রাখতে চাইছিলেন। অভিনয়শিল্পী আজাদ আবুল কালামকে ঘিরে তেমনই এক মুহূর্ত তৈরি হয়।
১০ / ১৩
ভোটকেন্দ্রের বাইরের দৃশ্য ঠিক এমনই।
১১ / ১৩
অভিনয়শিল্পী সংঘের ভোট গ্রহণের ফাঁকে ক্যামেরাবন্দী হন তাঁরা। এই স্থিরচিত্র রওনক হাসান পোস্ট করে লিখেছেন, ‘প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, বিদায়ী সাধারণ সম্পাদক—এক ফ্রেমে! চলছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নির্বাচনী উৎসব। অভিনয়শিল্পী ভোটারগণ সবাই চলে আসুন।’
১২ / ১৩
অভিনয়শিল্পী সংঘের ভোট উৎসবে আফজাল হোসেনের সঙ্গে শতাব্দী ওয়াদুদ।
১৩ / ১৩
ভোট দিতে এসেছিলেন অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক জাহিদ হাসানও।