বাবা দিবসে ফেসবুকে তারকারা যা লিখলেন

আজ ১৮ জুন বাবা দিবস। বিশেষ এই দিনে বাবাকে নিয়ে স্মৃতিচারণায় ব্যস্ত তারকারাও। বাবার কাছ থেকে কীভাবে অনুপ্রেরণা পান সন্তানেরা? বাবার কাছ থেকে পাওয়া সাংস্কৃতিক মূল্যবোধ ও শিক্ষা কীভাবে আলোকিত করেছে তাঁদের। ফেসবুকে সেসব গল্পই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন অভিনয়শিল্পীরা।
১ / ৫
চিত্রনায়ক অমিত হাসান বাবাকে স্মরণ করে লিখেছে, ‘আজ বাবা দিবস (অবশ্য বাবাকে স্মরণ করতে কোনো দিবস লাগে না)। পৃথিবীর সকল বাবাকে ভালোবাসা এবং শ্রদ্ধা। বাবা না-ফেরার দেশে। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে তোমাকে খুঁজে বেড়াই। তুমি ছাড়া এই পৃথিবীটা শূন্য। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
ছবি: ফেসবুক
২ / ৫
অভিনয় থেকে কিছুটা দূরে ছোট পর্দার অভিনেত্রী সাবরীন সাকা মীম। তবে প্রায়ই ফেসবুকে সক্রিয় থাকেন। এবারের বাবা দিবসটা কিছুটা ব্যতিক্রম। তাঁর বাবা অসুস্থ। তিনি বাবাকে নিয়ে লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না আব্বু...কত কাজ বাকি আমাদের...ভুলে গেছে? আমি আগের আব্বুকে মিস করি তো...শুভ বাবা দিবস।’
ছবি: ফেসবুক
৩ / ৫
গুণী পরিচালক দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস বাবাকে স্মরণ করে লিখেছেন, ‘আমার বাবা আমার বন্ধু, আমার শিক্ষক, আমার প্রেরণা, আমার পথপ্রদর্শক, আমার আদর্শ, আমার আস্থা, আমার নির্ভরতা। জীবনে তোমার মতো বাবা পাওয়া মানেই তো জীবন ধন্য হয়ে যাওয়া! জীবনের প্রতি পদক্ষেপে তোমার অভাব অনুভব করি, আজীবন করব। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা!’
ছবি: ফেসবুক
৪ / ৫
চিত্রনায়ক ইমন বাবার সঙ্গে বিশেষ এই দিনে মাকেও স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘মা-বাবা এই দুজন আমার বেঁচে থাকার ও অনুপ্রেরণার মূল উৎস। আমার সকল আনন্দ-বেদনার সাক্ষী তোমরা...অনেক অনেক ভালোবাসি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।’
ছবি: ফেসবুক
৫ / ৫
‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘আমার ইন্সপিরেশন বাবা। বাবার চাকরির সূত্রে সিলেটের ফেঞ্চুগঞ্জ থাকতাম আমরা। আমার জন্ম সিলেটে। আমার বাবা কাওয়ালিশিল্পী ছিলেন। বাবা সিলেট বেতারের তালিকাভুক্ত কাওয়ালিশিল্পী ছিলেন। বাবা নিজেকে কাওয়াল হাসমত উল্লাহ বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন, আমি তাঁর সন্তান—জামিল হোসেন।’
ছবি: ফেসবুক