ঈদের চতুর্থ দিনে আজ যা দেখতে পারেন

‘আই লাভ মেট্রোরেল’–এর দৃশ্যছবি: সংগৃহীত
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

এটিএন বাংলা
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আলাল ও দুলাল’। অভিনয়ে শামীম সরকার, চাষী আলম, শখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একক নাটক ‘বদনাম’। অভিনয়ে নিলয়, মাহি। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘আজকাল তুমি এখন’। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তুই আমার হয়ে যা’। অভিনয়ে শাশ্বত, সাদিয়া আয়মান।


চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আই লাভ মেট্রোরেল’। অভিনয়ে শাহেদ, ললনা নূর, সোহেল খান, চাষী আলম, মুসাফির সৈয়দসহ অনেককে। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ব্র্যান্ড নিউ জামাই’। অভিনয়ে জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ফিল মাই লাভ’। অভিনয়ে তাওসিফ মাহবুব, সাফা কবির। রাত ৯টা ৩৫ মিনিটের নাটক ‘দ্য লাস্ট ট্রেন’। অভিনয়ে তটিনী, সোহেল মণ্ডল।

আরও পড়ুন

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ধানসিঁড়ি’। অভিনয়ে শাওন, সাদিয়া আয়মান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্রবাসী পরিবার ঈদ স্পেশাল’। অভিনয়ে প্রাণ রায়, মায়মুনা মম। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘প্রেমের খবর’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘ঘুণপোকা’। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘চাপ’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।


আরটিভি
সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। অতিথি জায়েদ খান। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। অভিনয়ে চাষী আলম, নাদিয়া। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘আপনারা আমাকে শুনুন’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৩০ মিনিটের একক নাটক ‘স্কুল বয়েজ’। অভিনয়ে চাষী আলম, ‘নীলাঞ্জনা নীলা’। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘অ্যাসাইনমেন্ট’। অভিনয়ে ইয়াশ রোহান, মাহি।

আরটিভিতে সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’
ছবি: সংগৃহীত

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘আমি কার জামাই’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। বিকেল ৫টা ১০ মিনিটে একক নাটক ‘ঘর’। অভিনয়ে মুশফিক ফারহান, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একক নাটক ‘ফুল মেন্টাল জামাই’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মিস শিউলির প্রেমিকেরা’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে একক নাটক ‘মিথ্যুক মিহির আলী’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪৫ মিনিটে একক নাটক ‘স্বামী বশীকরণ মন্ত্র’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম।


বৈশাখী
বিকেল ৫টা ৪৫ মিনিট ধারাবাহিক নাটক ‘পাঁচ টন’। অভিনয়ে মাসুদ রানা, ফারজানা আহসান। সন্ধ্যা ‘হৃদয়ে তুমি’। অভিনয়ে সজল, মিম। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সাহেব বিবি গোলাম’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘তোমার জন্য মরতে পারি’। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কুবের মাঝি’। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘ফান্দে পড়িয়া জামাই কান্দে’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মাইমুনা মম। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘ভাগ্যবিবি’। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, শশী।

ফিল্ম ‘পরি’–এর পোস্টার
ছবি: সংগৃহীত

দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘পরি’। অভিনয়ে জোভান, পূজা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বাকবাকুম’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির। রাত ৮টায় একক নাটক ‘চুরি করেছ মনটা’। অভিনয়ে তানজিন তিশা, ইরফান সাজ্জাদ। রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘বালকদলের কাণ্ড’। অভিনয়ে জোভান, নাবিলা ইসলাম। রাত ১০টা ৫ মিনিটে একক নাটক ‘মায়াফুল’। অভিনয়ে তানজিন তিশা, সুদীপ বিশ্বাস। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ফিফটি ফিফটি’। অভিনয়ে তানজিন তিশা, তৌসিফ।


নাগরিক
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘প্রেমিকা এখন হোস্টেলে’। অভিনয়ে তামিম খন্দকার, কচি খন্দকার। রাত ৮টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘বিয়ে আর হলো না’। অভিনয়ে ইমতু রাতিশ, তামান্না আজমীর। রাত ৯টায় ওয়েব সিরিজ ‘মাফিয়া’। অভিনয়ে মাহিয়া মাহি, শ্যামল মাওলা। রাত ১০টা ২০ মিনিটে একক নাটক ‘হাব ভাব’। অভিনয়ে সুপ্ত ও মানুষী প্রকৃতি।

আরও পড়ুন