অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: সাবেক প্রেমিক গ্রেপ্তার
ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তুমুল আলোচনা চলছে, সে দেশের বিনোদন অঙ্গনে। বৈশালী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার, তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন পুলিশ। সেই নোটে রাহুল নাভলানি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বৈশালী। রাহুলের সঙ্গে বৈশালীর একসময় প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সুইসাইড নোটের সূত্র ধরে রাহুল ও তার স্ত্রী দিশার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে, মামলার পর থেকেই তারা লাপাত্তা ছিলেন। গতকাল বুধবার তাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র বৈশালীর পরিবারের বরাতে জানিয়েছেন, কারও সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হলেই তাঁকে মানসিকভাবে হেনস্তা করতেন রাহুল। বৈশালীকে জড়িয়ে নানা গুজব ছড়াতেন রাহুল। বিভিন্ন সময় পাত্রপক্ষকে বৈশালীর ছবি ও ভিডিও পাঠাতেন।
বিষয়টি নিয়ে হতাশা থেকেই গত শনিবার ২৯ বছর বয়েসী এ অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছে পুলিশ। ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শশুরাল সিমর কা’র মতো জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বৈশালী।
স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে বৈশালীর।
পরে ‘ইয়ে ওয়াদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’-এর মতো বেশ কয়েকটি শোতে দেখা গেছে তাঁকে।
গত বছরের এপ্রিলে অভিনন্দন সিং নামের একজন চিকিৎসকের সঙ্গে বাগদানের খবর দিয়েছিলেন বৈশালী। পরে তিনি জানান, বিয়ে করতে চান না। মাঝে এক বছর ধরে ইন্দোরে থাকছিলেন বৈশালী। তাঁকে শেষবারের মতো ‘রক্ষা বন্ধন’ ধারাবাহিকে দেখা গেছে।