মেহজাবীনের ৯টি ছবি পোস্ট করে রাজীব লিখলেন, ‘আমার হৃদয়টা এখানে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। আদনান আল রাজীব, জোভান, শাহেদ আলীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
কান উৎসবে বিশেষ স্বীকৃতি জিতেছে ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। এর পরিচালক আদনান আল রাজীব। এখনো ফ্রান্সেই অবস্থান করছেন। তিনি মেহজাবীনের ৯টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার হৃদয়টা এখানে।’ স্বীকৃতির আনন্দ ভাগাভাগি করতে স্বামী আদনানের কাছে গিয়েছেন মেহজাবীন, সেই ছবিগুলোই পোস্ট করেছেন পরিচালক।
২ / ৪
অভিনয়শিল্পী শাহেদ আলী লিখেছেন, ‘আপনি তথাকথিত স্টার, তার মানে এই না যে আপনি যা খুশি তাই করতে পারেন এবং আপনার কৃতকর্মকে সবাই বাহবা দিতে বাধ্য। আপনার থেকেও অনেক বড় স্টারকে অনেকেই গাঙ্গের জলে ভেসে যেতে দেখেছে। সময় খুব খারাপ জিনিস।’ কাকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো লিখেছেন, সেটা জানাননি। ছবি: ফেসবুক
৩ / ৪
ফেসবুকে নানা রকম উপলব্ধির কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি এবার লিখেছেন, ‘মেয়েদের রূপের দাম সারা জীবন থাকলেও ছেলেদের শেষ পর্যন্ত টাকা ছাড়া দাম নাই।’
ছবি: ফেসবুক
৪ / ৪
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’। সিনেমার প্রচারণায় তিনি লিখেছেন, ‘“ইনসাফ” “অফিশিয়াল ওয়ার্নিং”–এ আপনারা যে ভালোবাসা, উৎসাহ দিয়েছেন, তা প্রাইসলেস। আমরা একটি মৌলিক গল্পের সিনেমা আপনাদের হাতে তুলে দিচ্ছি, যা আপনাদের এন্টারটেইন করবে। সিনেমা বৃহত্তম মিডিয়াম। তাই বেশির ভাগ দর্শকের কাছে আমরা পৌঁছাতে চাই।’