সেই আগের মতোই মোশাররফ আমাকে জড়িয়ে ধরল...

ফারুক আহমেদ ও মোশাররফ করিম । ছবি: ফেসবুক

একসময় শুটিংয়ে নিয়মিত দেখা হতো। নিয়মিত কাজের ফাঁকে আড্ডা জমত মোশাররফ করিম ও ফারুক আহমেদের। একসঙ্গে জুটি হয়ে একাধিক নাটকে অভিনয় করেছেন। জুটি হিসেবে ভক্তদের কাছে তাঁদের আলাদা পরিচিতি ছিল। তাঁদের অভিনীত কাজগুলো প্রশংসা কুড়াত। কিন্তু হঠাৎ করেই দুই–তিন বছর ধরে তাঁদের তেমন একটা কাজে দেখা যাচ্ছে না। গতকাল সোমবার এক বছর পর তাঁদের ভিন্নভাবে দেখা হলো শুটিং হাউসে।

মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘প্যারা’, ‘জিরো পয়েন্ট’, ‘সিকান্দার বক্স’সহ বেশ কিছু নাটকে তাঁরা প্রশংসিত হন। পরে তাঁদের একসঙ্গে আর দেখা যায়নি। ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নিয়ে পরিকল্পনা তো পরিচালকেরা করবেন। আমি চাইলে তো হবে না। এখন তো মোশাররফ নাটক করে কম। ওয়েব সিরিজ, সিনেমা করছে। অন্যদিকে ব্যস্ততা বাড়ছে। আমরা কাজ না করলেও আন্তরিকতা সব সময় আছে। সে আমাকে অনেক সম্মান করে।’

অভিনেতা ফারুক আহমেদ। ছবি: ফেসবুক

এক বছর পর দেখা হলো শুটিং হাউসে। সেখানে তাঁরা পাশাপাশি শুটিং করছিলেন। এ তথ্য জানিয়ে ফারুক আহমেদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একই শুটিং হাউসে কাজ করলেও আমি দোতলায় ছিলাম, মোশাররফ ছিল চারতলায়। একেক তলায় একেকজন শুটিং করে। কিন্তু অভ্যস্ততা ও ব্যস্ততার কারণে জানাই যায় না, কারা শুটিং করছেন। পরে বের হওয়ার সময় আমাদের দেখা। সেই আগের মতোই মোশাররফ আমাকে জড়িয়ে ধরল।’

‘বিহাইন্ড দ্য সিন’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও ফারুক আহমেদ। ছবি: ফেসবুক

ফারুক আহমেদ আরও লিখেছেন, ‘একসময় কত নাটকে অভিনয় করেছি। সেই সময়গুলো নিয়েই কথা হয়। সেই কাজগুলো এখনো স্মৃতিতে ভাসে। এই সময়ে মোশাররফকে কখনোই অহংকারী হিসেবে দেখিনি। যখনই দেখা হোক, ভাই বলে জড়িয়ে ধরে, খবর নেয়। আর আমাদের দেখা না হলেও আমাদের কথা হয়। আমি এখন জয় পাগল মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সেই চ্যানেলের অভিষেক অনুষ্ঠানে আসার জন্য বলার সঙ্গে সঙ্গে রাজি হয়েছিল। আর যেটা বলব, আমাদের দেখা হলে দুজনেরই ভালো লাগে। তাকে নিয়ে বলার, সে অনেক বড় মাপের অভিনেতা। আমি তো ফরীদি ভাই থেকে শুরু করে সবার সঙ্গে কাজ করেছি। যে কারণে প্রতিভা বুঝতে পারি। সেটাকে মূল্যায়ন করা উচিত। মোশাররফ করিম এ দেশের গর্ব।’