শেষের ১০ মিনিট চোখের পানি ধরে রাখা কষ্ট...

তোমাদের গল্প নাটকের একটি দৃশ্য।ছবি: পরিচালকের সৌজন্যে

টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে এবারের ঈদে নাটক প্রচারিত হয়েছে অনেক কম। প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, গেল কয়েক বছরের তুলনায় এবার অর্ধেকে নেমে এসেছে নাটকের এ সংখ্যা। বরাবরের মতো এবারও বিষয়বস্তুতে প্রেমের গল্পের নাটক প্রাধান্য পেয়েছে বেশি। পারিবারিক গল্পের নাটক অল্পসংখ্যক তৈরি হলেও দর্শকপ্রিয়তায় এগিয়ে ছিল।

প্রচারের পর থেকেই আলোচনায় পারিবারিক গল্পের নাটক ‘তোমাদের গল্প’। সিনেমাওয়ালা নামে ইউটিউবে মুক্তি দেওয়ার পর ১৬ দিনে ১ কোটি ২৫ লাখের বেশি ভিউ হয়েছে। গল্প, অভিনয়শিল্পী ও নির্মাতার প্রশংসা করেছেন মন্তব্যকারীরা। আবু সায়েম নামের একজন লিখেছেন, ‘এই যুগে এত গভীর কাহিনিনির্ভর নাটক আশা করিনি। প্রত্যেক অভিনয়শিল্পী নিখুঁত অভিনয় করেছেন।’ নুর হোসেন নামের একজন লিখেছেন, ‘রক্তের বন্ধন, পারিবারিক বন্ধন নিয়ে টোটাল ৯২ মিনিটের অসাধারণ একটা নাটক! এই ঈদের তো অবশ‍্যই সেরা; আমার দেখা জীবনেরও অন্যতম সেরা একটা নাটক! অনেক নাটক কিংবা সিনেমাতে হয়তোবা মাঝেমধ্যে চোখে পানি এসেছে, কিন্তু এই নাটকে মাঝেমধ্যে তো আসবেই, শেষের দিকে টানা ১০ মিনিটে চোখের পানি ধরে রাখা অনেক কষ্ট হবে যে কারও!’ ৩৪ হাজারের বেশি মন্তব্য এসেছে মন্তব্যের ঘরে।

আরও পড়ুন
একান্নবর্তী নাটকের একটি দৃশ্য।
ছবি: পরিচালকের সৌজন্যে

মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ নাটকে পাঁচ প্রজন্মের অভিনয়শিল্পী অভিনয় করেছেন। একেবারে তরুণ প্রজন্মের তটিনী থেকে শুরু করে ৮২ বছর বয়সী দিলারা জামানও আছেন। ছিলেন সাবেরী আলম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, সমু চৌধুরী, শিশুশিল্পী আয়াত প্রমুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নাটকের ছোট ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। নাটকে যৌথ পরিবারের মধ্যে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টার এই নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প।

আরও পড়ুন
‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব-নাজনীন নীহা
ছবি : পরিচালকের সৌজন্যে

পারিবারিক গল্পের নাটক ‘একান্নবর্তী’ও ছিল আলোচনায়। চরিত্রানুযায়ী শিল্পী নির্বাচন, সবার অভিনয়ের মুনশিয়ানায় নাটকটি বানিয়ে আলোচনায় পরিচালক মহিন খানও। এই নাটকেও অভিনয় করেছেন দিলারা জামান। ছিলেন তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তারপরও এ ধরনের গল্প নিয়ে নাটক প্রচারিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’ মাত্র ৯ দিনে এই নাটকের ভিউ ৮৩ লাখের কাছাকাছি। নাটকটি নিয়ে সাড়ে পাঁচ হাজারের মতো মন্তব্য এসেছে। হারুন নামের একজন লিখেছেন, ‘আধুনিক যুগে এমন ভালো মানের গল্পের নাটক সত্যি সত্যিই প্রশংসনীয়।’ মিনহাজ নামের আরেকজন লিখেছেন, ‘পরিবার নিয়ে নাটকগুলো আসলেই আমাদের পূর্বের একতাবদ্ধ শান্তিপূর্ণ বসবাসকেই মনে করিয়ে দেয়।’ মিজানুর রহমান লিখেছেন, ‘এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র দিলারা জামান, আমার চোখে দেখা তিনি একজন অনেক বড় মাপের গুণী শিল্পী। তাঁকে দেখলে আমার দাদির কথা মনে পড়ে যায়। তাঁর অভিনীত ‘তোমাদের গল্প’ ও ‘একান্নবর্তী’—দুইটাই ঈদের সেরা নাটক।’

আরও পড়ুন
নাটকের দৃশ্য
ফেসবুক থেকে

পারিবারিক গল্পের নাটক ‘মানুষ কী বলবে’ আলোচনায় রয়েছে। যদিও নাটকটির ইউটিউব ভিউ কম, তারপর ফেসবুকে নাটকসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নাটক নিয়ে কথাবার্তা বলেছেন কেউ কেউ। ইউটিউবের মন্তব্যের ঘরে সাজেদুল আলম নামের একজন লিখেছেন, ‘অসাধারণ! এমন একটা নাটক অনেক দিন পর দেখলাম—পরিবার, ভালোবাসা আর আবেগ একসঙ্গে এত সুন্দরভাবে ফুটে উঠেছে, মনটা সত্যিই ছুঁয়ে গেল। নির্মাতাদের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা, এমন কাজ আরও দেখতে চাই! বাবার চরিত্র হৃদয় ছুঁয়ে গেছে—একদিকে দায়িত্বশীলতা, অন্যদিকে অগাধ ভালোবাসা আর মমতার নিপুণ প্রকাশ। এমন অভিনয় সত্যিই ভুলে যাওয়ার মতো না। বাবার চরিত্রে এত প্রাণ ছিল যে চোখে জল এসে গিয়েছিল অনেক মুহূর্তে। অভিনন্দন এমন অসাধারণ চরিত্র নির্মাণের জন্য!’ আশিকুর রহমান পরিচালিত নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, খায়রুল বাসার, কেয়া পায়েল প্রমুখ।

আরও পড়ুন

ঈদের জন্য তৈরি নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন প্রথম দিকে আছে ‘মেঘবালিকা’। নাটকের পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘গল্পটি মূলত প্রেমের। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে।’ মুক্তির ১০ দিনে এ নাটকের ভিউ কোটি ছাড়িয়েছে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নাজনীন নীহা। ১২ হাজারের বেশি মন্তব্য এসেছে এ নাটকের ইউটিউবে।

পারিবারিক গল্পের বাইরে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ে আরও রয়েছে প্রেমের ও ভিন্ন রকম গল্পের কয়েকটি নাটক। এসব নাটকের মধ্যে আছে তৌসিফ ও নিদ্রা নেহার ‘লাভ মি মোর’। নাটকটি ৬ দিনে ৩১ লাখের বেশি ভিউ হয়েছে। ট্রেন্ডিংয়ে থাকা জোভান ও তটিনী অভিনীত ‘হৃদয়ের এক কোণে’ নাটকের ১০ দিনে ইউটিউব ভিউ হয়েছে ৭৯ লাখের বেশি। মুশফিক ফারহান ও আইশা খান অভিনীত ‘নজর’ নাটকটিও মাত্র ৫ দিনে ৩১ লাখের বেশি ভিউ হয়েছে। এর বাইরে ‘মন দিওয়ানা’, ‘যত গুড় তত মিষ্টি’, ‘টেলিফোনে বিয়ে’ ও ‘অভিমান’ শিরোনামের নাটকগুলো ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে।

পারিবারিক গল্পের নাটক বেশি আলোচনায় থাকার প্রসঙ্গ উঠতেই তারিক আনাম খান বললেন, ‘সত্যি বলতে, সব ধরনের নাটক তৈরি হবে। কারণ, নানান রুচির মানুষ নাটক দেখে। আর পারিবারিক গল্পের নাটক বেশি আলোচনায় থাকে। কারণ, শহর কিংবা গ্রাম—আমরা সবাই পরিবার ছাড়া ভাবতে পারি না। ঈদ কিংবা অন্য উৎসবে কত কষ্ট করে পরিবারের টানে শহর ছাড়ে। কেউ বিদেশ থেকে দেশে পরিবারের কাছে আসে। শিকড়ের টান বলে কথা। ঠিকঠাক গল্প বলা যেতে পারলে পারিবারিক গল্প কিংবা সম্পর্কের গল্পগুলো ব্যর্থ হয় না। মানুষকে এসব গল্প স্পর্শ করবেই। আমি বিশ্বাস করি, আমাদের এই উপমহাদেশে পারিবারিক আবেগ খুব মারাত্মকভাবে মানুষের হৃদয়কে নাড়ায়। নাটক বা সিনেমায় যদি পারিবারিক ব্যাপারটা ঠিকঠাকভাবে আনা যায়, সেটা মনে লেগে যায়।’