‘লিখুন, আমি ছেলের বাবা হয়েছি’ বললেন ব্যাচেলর পয়েন্ট এর হাবু

বাবা হয়েছেন চাষী আলম। ছবি: ফেসবুক

‘ভাই লিখুন, আমি ছেলের বাবা হয়েছি।’ কথার শুরুতেই বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর হাবু খ্যাত অভিনেতা চাষী আলম। তিনি বাবা হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় তাঁদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিন্তু ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়েছে, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন। এ ছাড়া কেউ কেউ আবার মেয়ের নাম লিখে পোস্ট করছেন, যা সত্য নয়। কন্যাসন্তান হলেও অবশ্যই খুশি হতেন। তবে ভুল তথ্য ছড়ানোয় তিনি কিছুটা মন খারাপও করেন।

চাষী আলম প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ৩টা ১০ মিনিটের দিকে বাবুর জন্ম হয়েছে। ছেলে ও তার মা সুস্থ রয়েছেন। কিন্তু অনেকেই আমার সঙ্গে কথা না বলেই লিখেছেন, আমি মেয়ের বাবা হয়েছি। তার নাম ঠিক করেছি। আসলে তথ্য সত্য নয়। আমি ছেলের বাবা হয়েছি। আর ছেলের নাম এখনো ঠিক করা হয়নি। আকিকা দিয়েই তার নাম রাখা হবে।’

আরও পড়ুন
বাবা হয়েছেন চাষী আলম। ছবি: ফেসবুক

নাটকে অনেকবার বাবা হয়েছেন। সেখানে এবার সন্তানের মুখ দেখে প্রথম কী অনুভূতি হয়েছিল, জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করা কঠিন। ওই সময়ে মানসিকভাবে চিন্তায় ছিলাম। এটা নতুন অনুভূতি। ছেলের দিকে অনেক সময় তাকিয়ে ছিলাম। আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন। এটাই সবার আগে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই।’

মা হওয়ার পর এই অভিনেতার স্ত্রী তুলতুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘নুর ফারিস্তা’। চাষী আলম বলেন, ‘নুর মানে আলো, ফারিস্তা মানে ফেরেশতা। আমরা তো সব সময়ই বলি, শিশুরা ফেরেশতা। সেই জায়গা থেকেই স্ত্রী শব্দগুলো লিখেছেন। ফেরেশতার আলো। সেটাই অনেকে লিখেছে নাম হিসেবে। বানিয়ে ফেলেছেন মেয়ের নাম ফারিস্তা।’

চাষী আলম ও তুলতুল ইসলাম
ছবি : চাষী আলমের সৌজন্যে
আরও পড়ুন

গত বছর আগস্টে বিয়ে করেন ‘হাবু’ নামে খ্যাত অভিনেতা চাষী আলম। তাঁর স্ত্রীর নাম তুলতুল ইসলাম। তাঁদের সন্তানের ওজন ছিল ৩ দশমিক ২৫ কেজির বেশি। খুব শিগগির তাঁরা বাড়ি ফিরবেন। সবশেষে চাষী বললেন, ‘প্রথম আলোর মাধ্যমে সবার কাছে দোয়া চাই।’

আরও পড়ুন
চাষী আলম ও তুলতুল ইসলাম
ছবি : চাষী আলমের সৌজন্যে