ফেসবুকে ভুয়া আইডি খুলে অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে অপপ্রচার, বিরক্ত অভিনেত্রী

অভিনয়শিল্পী দিলারা জামান
ছবি: নকশা

‘আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। সবাই আমার জন্য দোয়া করিও।’ ফেসবুকে নিজের অসুস্থতার কথা লিখে এক দিন আগে এভাবেই ভক্তদের কাছে দোয়া চাওয়া হয়েছে জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামানের নামে খোলা অ্যাকাউন্ট থেকে। পরে আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, ‘যদি হারিয়ে যাই এই পৃথিবীর পরে, যদি বলি আর এসো না ফিরে, জেনে রেখো ভালোবেসেছিলাম ভবে।’

এই প্রবীণ অভিনেত্রীর ফেসবুকের এমন স্ট্যাটাসগুলো অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, গায়িকা শাকিলা শর্মাসহ বিনোদন অঙ্গনের অনেকের আইডি থেকে শেয়ারও করা হয়েছে। কেমন আছেন দিলারা জামান, জানার জন্য ফোন করা হয় এই অভিনেত্রীকে। নিজের অসুস্থতার কথা শুনে চমকে উঠলেন। বললেন, ‘আমি ভালো নেই কে বলল? এখনো ভালোই আছি।’

ভূয়া সেই ফেসবুক আইডি থেকে পোস্টটি করা হয়
ছবি: সংগৃহীত

তাহলে ফেসবুকের স্ট্যাটাসগুলো কে দিয়েছেন? শুনে দিলারা জামান বললেন, ‘আমি তো ফেসবুক ব্যবহার করি না। মনে হয় আমার নামে আবার ভুয়া আইডি খুলেছে। সেখানে আমার সম্পর্কে ভ্রান্ত কথাবার্তা প্রচার করছে। আমি তো আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি। অভিনয় করে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ আমার সঙ্গে এমন করে যাচ্ছে কেন, বুঝছি না। এ কেমন বদমায়েশি করছে! আমাকে অনেকেই ফোন দিচ্ছে।’ জানা গেল, এর আগে ২০২১ সালে দিলারা জামানের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অনেকে মিথ্যা তথ্য দিয়ে ভক্ত ও সহকর্মীদের বিভ্রান্ত করছিলেন।

শর্মিলী আহমেদ ও দিলারা জামান
ছবি: সংগৃহীত

দিলারা জামানের ভুয়া সেই ফেসবুক আইডি কয়েক মাস ধরে সচল। ফেসবুক আইডিটি এমনভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই দেখে মনে হতে পারে, এটা দিলারা জামানের ফেসবুক আইডি। প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল দিলারা জামানের। তাঁকে নিয়ে ভুয়া এই ফেসবুক আইডির স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘শর্মিলী আজকে তোকে অনেক বেশি মনে পড়ছে। জানি-তুই আমাদের মাঝে নেই কিন্তু তুই যেখানে থাকিস, যেভাবে থাকিস ভালো থাকিস। তোর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। দিন শেষে আমিও তোর কাছে খুব দ্রুত চলে আসব।’ সম্প্রতি অভিনয়শিল্পী সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দিলারা জামান। সেখানে অনেকের সঙ্গে ফ্রেমবন্দী হন। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘এক ফ্রেমে বাংলা নাটক ও চলচ্চিত্রের কিংবদন্তিসমূহ। বাম পাশ থেকে আমিরুল হক চৌধুরী, মামুনুর রশীদ, ওবায়দুল কাদের, দিলারা জামান, রওনক হাসান, সাচ্চু ও তারিক আনাম খান।’

অভিনয়শিল্পী দিলারা জামান।
ছবি: সংগৃহীত

আইডিটি দেখে যে কেউ বিশ্বাস করতে পারেন, এটা দিলারা জামান ব্যবহার করেন।
দিলারা জামান বলেন, ‘এর আগেও আমার নাম ব্যবহার করে বিভিন্ন বিষয়ে অপপ্রচার করেছে। এবার কারা যে ভুয়া আইডি খুলল, কেন খুলল কিছুই বুঝতে পারি না। আমি কখন কী করছি, সব খবর তাদের কাছে থাকে। ফেসবুক আইডি দেখে মনে হতে পারে, ওটাই দিলারা জামান। এখন কখন কী লেখে বলা যায় না। এখন আমার বয়স হয়েছে। বিতর্কের মুখে কেউ ফেলে দিলে, সেটা কেউ বিশ্বাস করতে পারে। আমি খুবই বিরক্ত হচ্ছি।’