মঞ্চনাটক দেখতে গিয়ে চঞ্চলের খোঁজ পেয়েছিলেন গৌতম ঘোষ

চঞ্চলের সাফল্য দেখে গর্বিত গৌতম ঘোষকোলাজ

২০১০ সালে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার ছবি ‘মনের মানুষ’। ছবিটির নির্মাতা গৌতম ঘোষ। ভারতীয় এ নির্মাতা অনন্য সব চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার-সম্মাননা পেয়েছেন। যৌথ প্রযোজনায় বাংলাদেশে মুক্তি পাওয়া তাঁর আলোচিত সিনেমা ‘মনের মানুষ’–এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাঁর চরিত্রের নাম ছিল ‘কালুয়া’। ভারতীয় এ নির্মাতা কীভাবে পেলেন চঞ্চল চৌধুরীর খোঁজ? সম্প্রতি ঢাকায় এসে সে ঘটনা জানালেন।

চঞ্চল চৌধুরী ও গৌতম ঘোষ
ছবি : সংগৃহীত

সম্প্রতি গৌতম ঘোষ ঢাকায় এসেছেন। দেশের একটি বেসরকারি টিভির সাক্ষাৎকারে গৌতম ঘোষ জানান, মঞ্চে প্রথম দেখেছেন চঞ্চলকে। তাঁর ভাষ্যে, ‘মামুনুর রশীদের একটা মঞ্চনাটক দেখতে গিয়ে তাকে (চঞ্চল) দেখেছিলাম। “মনের মানুষ”–এর একটা কঠিন চরিত্র ছিল। কিন্তু নাটকটা দেখে মনে হয়েছিল, ওই চরিত্রের জন্য সে খুব ভালো হবে।’

গৌতম ঘোষ। ছবি: খালেদ সরকার

‘মনের মানুষ’–এর মুক্তির পর ১৪ বছর পেরিয়ে গেছে। চঞ্চল নিজেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিপুল পরিসরে মেলে ধরেছেন। তাঁর এই সাফল্য দেখে গর্বিত গৌতম ঘোষ নিজেও। বললেন, ‘চঞ্চল এখন খুব ভালো ভালো ছবি করছে। তাকে নিয়ে আমি গর্বিত। আমার সঙ্গে যখন কাজ করেছিল, ওর মধ্যে অসম্ভব শেখার ইচ্ছা ছিল। মাঝেমধ্যে নার্ভাস হয়ে যেত, বলত দাদা আমি পারব না। আমি বলতাম, খুব পারবে। ওর নিষ্ঠাটা দেখেছি। সেই নিষ্ঠা নিয়ে যে ও প্রতিষ্ঠিত হয়েছে, এ জন্য আমি খুব গর্বিত।’
‘মনের মানুষ’–এর পর ২০১৫ সালে যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ নামের একটি ছবি নির্মাণ করেছিলেন গৌতম ঘোষ।

গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ সিনেমার একটি দৃশ্য
ছবি : সংগৃহীত