‘এখনো মনে হয় রুবেল ভাই জেগে উঠবে’

আহমেদ রুবেলখালেদ সরকার

গতকাল বুধবার বিকেলের কথা। নিজে গাড়ি চালিয়ে বিকেল সোয়া ৫টায় বসুন্ধরা সিটিতে পৌঁছান আহমেদ রুবেল। বেজমেন্টে গাড়ি থেকে নেমে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বিকেল ৫টা ৫০ মিনিটে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ৫টা ৫৮ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেধাবী এ অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।
ছবি শেয়ার, স্মৃতিচারণা করে নানাভাবে প্রিয়মুখ রুবেলের মৃত্যুতে শোক প্রকাশ করছেন কাছের মানুষেরা। আজ বৃহস্পতিবার নির্মাতা অনিমেষ আইচ ফেসবুকে লিখেছেন, ‘আহারে রুবেল ভাই! কত দিন কত রাত, আমরা বসেছিলাম মুখোমুখি, কত স্মৃতি আপনার সঙ্গে। সব শেষ করে আপনি এখন সুদূরের বাসিন্দা। এভাবেই আমরা ফুরিয়ে যাব, আমরা সবাই। অন্য ভুবনে আবার মিলিত হবে আমরা। কাল ছিল আমার জন্মদিন, আর আপনার মৃত্যুদিন। যত দিন বাঁচব, এই দিনের স্মৃতি আমাকে আমাকে বয়ে বেড়াতে হবে...।’

‘পেয়ারার সুবাস’-এ রুবেলের সহ-অভিনয়শিল্পী জয়া আহসানসহ অন্যরা মৃত্যুসংবাদটি বিশ্বাস করতে পারছেন না। স্টার সিনেপ্লেক্সে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে কথা বলেন জয়া। এ সময় সহ-অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুর খবরে বিষাদ নেমে আসে। কেঁদেছিলেন সমাগতরা।

জয়া উপস্থিত সাংবাদিক ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই মুহূর্তে কী বলব, বলার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই। আমার মনে হচ্ছে, স্ক্রিনে আবার তাঁকে দেখি। পরপর আমার ভীষণ দুটি কাজ “অলাতচক্র” এবং “পেয়ারার সুবাস”-এ আমার সহ-অভিনেতা তিনি। এই মুহূর্তে কিছু বলবার মতো স্টেজে আমি নেই, কেউ নেই।’

আরও পড়ুন
শিল্পকলা একাডেমিতে শেষ শ্রদ্ধা
ফেসবুক থেকে সংগৃহীত

এ সময় জয়া আরও বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে আমাকে বলতে হবে, এটা কখনো ভাবিনি। খুব অদ্ভুত ব্যাপার ঘটে গেল। তাঁকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না যে তিনি নেই।’
অভিনেত্রী জোতিকা জ্যোতি ফেসবুকে লিখেছেন, ‘কারও মৃত্যু স্থবির করে দেয়—কথা বলতে দেয় না, কাজ করতে দেয় না, কাঁদতেও দেয় না…এক শূন্য অনুভূতি! যাচ্ছিলাম সিনেমা হলে, যেতে হলো হাসপাতালে। তারপর থেকে সব থমকে আছে আমার! এখনো মনে হয় রুবেল ভাই জেগে উঠবে।’
কণ্ঠশিল্পী আসিফ আকবর ভিন্ন উচ্চারণে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে এ শিল্পী লিখেছেন, ‘প্রতিভা হত্যার দেশ ছেড়ে চলে গেলেন প্রিয় অভিনেতা আহমেদ রুবেল। তাঁর বলিষ্ঠ কণ্ঠ থেমে গেল চিরতরে। একটা সময় অনেক কথা হতো আমাদের, দুজন ছিলাম দুজনের ফ্যান। দেখা হওয়াটাই প্রেম নয়, অনুভব করতে পারার মধ্যেই প্রেম বেঁচে থাকে...।’

আরও পড়ুন

অভিনেতা শাহেদ আলী এক বাক্যেই নিজের অনুভূতি প্রকাশ করলেন ‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বুধবার স্টার সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন। সে সময় তিনি বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেল আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদের শূন্য করে দিল।’

আহমেদ রুবেল
খালেদ সরকার

নাসির উদ্দীন ইউসুফ জানালেন, আহমেদ রুবেল তিন দশকের বেশি সময় ঢাকা থিয়েটারের সঙ্গে জড়িত। রুবেল ‘কির্তনখোলা’, ‘কেরামত মঙ্গল’, ‘হাতহদাই’, ‘একাত্তরের পালা’, ‘যৈবতী কন্যার মন’, ‘মার্চেন্ট অব ভেনিস’ ও ‘বনপাংশুল’-এর মতো কালজয়ী নাটকে অভিনয় করেছেন।

আরও পড়ুন

নাসির উদ্দীন ইউসুফ আরও মনে করেন, দীর্ঘদেহী এ অভিনেতার কণ্ঠ চিরকাল দর্শকের স্মৃতিতে অম্লান থাকবে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’য় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছিলেন।
অভিনেত্রী ফারজানা ছবি ফেসবুকে তাঁর মা ও রুবেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের মা মেয়ে দুজনারই অতি প্রিয় মানুষ, কাছের মানুষ তিনি, ...কার না প্রিয় সে? আমার অজস্র কাজের সহকর্মী। অসাধারণ ভালো মানুষ...।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর শোক প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী, নাজিফা তুষি, সোহেল মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন