চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন

সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।  আজ প্রথম দিনে টিভিতে যা দেখতে পারেন।
সন্ধ্যা ৭টায় থাকছে ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’
ছবি: বিটিভির সৌজন্যে

বিটিভি
বেলা ১১টা ২০ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান। বেলা ১টা ১০ মিনিটে ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক গোলাপের সুবাস। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।


এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের খুশি’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক আলাল ও দুলাল। অভিনয়ে শামীম সরকার, চাষী আলম, শখ। একক নাটক আলোকিত অন্ধকার। রাত ১০টা ৩০ মিনিটে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। টেলিফিল্ম হাউজমেইড। অভিনয়ে নিলয় ও হিমি।


চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম জীবনের কাছে। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম শেষমেশ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ নাকাল নকল ছোটকাকু। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক গায়েহলুদের রাতে। অভিনয়ে নিলয়, মিলি বাশার। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক শিলাবৃষ্টির শরবত। অভিনয়ে আবুল হায়াত, মম।

চ্যানেল আইয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘শেষমেশ’
ছবি: পরিচালকের সৌজন্যে

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম অভাব। অভিনয়ে আবুল হায়াত, তানিয়া বৃষ্টি, সোহেল মণ্ডল। গেম শো ‘খেলা খেলা’। অংশগ্রহণে মাহি, অলংকার চৌধুরী, নাবিলা, কর্ণিয়া, হৈমন্তী, অবন্তী সিঁথি। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। অভিনয়ে প্রাণ রায়, মায়মুনা মম। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক আমরণ বিয়েশন। অভিনয় তানজিন তিশা, জোনায়েদ বোগদাদী।


আরটিভি
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক তিন অক্ষরে নাম যার। অভিনয়ে চাষী আলম, নাদিয়া। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক গরম একটা খবর আছে। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ভালোবাসার কয়েকটা দিন। অভিনয়ে অপূর্ব, সাফা কবির।


বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে তোমায় ভালোবাসে। অভিনয়ে মুশফিক ফারহান ও আইশা খান। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে একক নাটক দত্তক। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট একক নাটক বাড়ি গাড়ি নারী। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা। অভিনয়ে তানিয়া বৃষ্টি, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে একক নাটক প্রাইভেট বিয়ে। অভিনয়ে নিলয়, মাহি।

‘গরম একটা খবর আছে’ নাটক মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি
ছবি: পরিচালকের সৌজন্যে

বৈশাখী
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক আমি মানুষ। অভিনয়ে আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক পাঁচ টন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে সজল, নাদিয়া মিম। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক সাহেব বিবি গোলাম। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক নোয়াখালীর জামাই বরিশালের বউ। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক কুবের মাঝি। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি। রাত ৯টা ৫০ মিনিটে একক নাটক মায়াবতী। অভিনয়ে তৌসিফ মাহবুব, তটিনী। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক দুই জামাই। অভিনয়ে জাহিদ হাসান, অর্ষা।


দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ইউএনও স্যার। অভিনয়ে অপূর্ব, তটিনী। সন্ধ্যা ৭টায় একক নাটক দূরে কোথায়। অভিনয়ে সাফা কবির, খায়রুল বাসার। রাত ৮টায় একক নাটক নেশার লাটিম। অভিনয়ে মোশাররফ করিম, মাহি। রাত ১০টা ৫ মিনিটে একক নাটক ম্যাটার অব ফ্যামিলি। অভিনয়ে মুশফিক ফারহান, মাহি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক জাদুকর মোতালেব। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে একক নাটক মিস্টার বুদ্ধিমান। অভিনয়ে নিলয়, হিমি। ধারাবাহিক নাটক ঢঙ্গি। অভিনয়ে চমক, মাহি। রাত ৮টায় একক নাটক এভাবেও ভালোবাসা হয়। অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ইতি তোমার আমি। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও মামুনুর রশীদ। রাত ১০টা ২০ মিনিটে একক নাটক বইটা আসলে দেয় কে? অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী।


নাগরিক
সকাল ১০টা ৩০ মিনিটে একক নাটক নুরু মিয়া ও তাঁর বিউটি ড্রাইভার। অভিনয়ে ফজলুর রহমান বাবু ও তানিয়া।

আরও পড়ুন