যে কারণে ঈদের নাটকে নেই নিশো, মেহজাবীন

আফরান নিশো
ছবি: প্রথম আলো

প্রতিবারের মতো এবারও ঈদে টেলিভিশন, ইউটিউবসহ নানা মাধ্যমে পাঁচ শতাধিক নাটক প্রচারিত হওয়ার কথা। তবে ঈদের নাটকে এবারই প্রথম বেশ কয়েকজন তারকা শিল্পী থাকছেন না। কাউকে হাতে গোনা কয়েকটি নাটকে দেখা যাবে।

আরও পড়ুন

প্রথমেই বলা যাক আফরান নিশোর কথা। আগামী ঈদুল ফিতরের নাটক, টেলিছবিতে তাঁকে পাচ্ছেন না দর্শক-ভক্তরা। এমনকি ঈদের অনুষ্ঠানমালায় তাঁর পুরোনো কোনো নাটকও থাকছে না। অথচ গত বছরেরও ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় প্রায় এক ডজন নাটক-টেলিছবিতে দেখা গেছে নিশোকে। বর্তমানে আফরান নিশো প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিংয়ে আছেন চট্টগ্রামে। কেন এবার ঈদের নাটকে নেই? জানতে চাইলে গত শনিবার মুঠোফোনে নিশো বলেন, ‘নতুন কোনো কাজ করতে পারিনি। আর ঈদের প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। তা ছাড়া সিনেমা ঘোষণার পর থেকেই ছয়-সাত মাস হলো নাটকের কাজ বন্ধ রেখেছি। এসব কারণে ঈদে আমার নাটক নেই।’

এই অভিনেতার ভাষ্যে, ‘আমি মাধ্যম পরিবর্তন করেছি, এখন সিনেমা, ওটিটির কাজ করছি। যেকোনো মাধ্যমে ব্যস্ততা বাড়লে অন্য মাধ্যমে কাজ কমবে, এটাই স্বাভাবিক। একসঙ্গে সব জায়গায় কাজ করে কাজের কোয়ালিটির সুষম বণ্টন সম্ভব নয়।’

তবে নাটকের কাজ একেবারেই ছাড়ছেন না নিশো। আগামী ঈদুল আজহার জন্য কিছু কাজ করতে পারেন বলে জানালেন, ‘এর মধ্যে সিনেমার কাজ শেষ হয়ে যাবে। কোরবানির ঈদের জন্য “পুনর্জন্ম”র শেষ পর্ব করব। এখন সিনেমা করছি, সিনেমায় যদি দর্শক আমাকে ভালোভাবে না নেন বা জায়গা তৈরি না করতে পারি, তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আবার টানা নাটক করব।’

নিশোর মতো ঈদে দেখা যাবে না ছোট পর্দার অন্যতম শীর্ষ নায়িকা মেহজাবীন চৌধুরীকেও।

মেহজাবীন চৌধুরী
ফেসবুক

গত বছর থেকেই নাটকে অভিনয় কমিয়েছেন তিনি। কিন্তু এই ঈদে একটিও নেই। এ ব্যাপারে রোববার মুঠোফোনে মেহজাবীন বলেন, ‘নতুন কোনো নাটকে কাজ করিনি, প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই।’

আরও পড়ুন

কারণ জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘কোনো কারণ নেই। এমনি এমনি করিনি। অনেক দিনই হলো নাটকের শুটিং করছি না। আবার কবে করব, তা–ও বলতে পারছি না। অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমি এই মাধ্যম ছেড়ে দিচ্ছি? না, ছাড়ছি না। ভালো চিত্রনাট্যে কাজ হবে। হয়তো আগের চেয়ে সংখ্যা কমতে পারে।’
ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ করে প্রশংসিত হয়েছেন মেহজাবীন। ওটিটিতে তাঁর বাড়তি চাহিদাও তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সে কারণে ওটিটির কাজেই এখন তাঁর বেশি মনোযোগ। হয়তো ওটিটির কোনো বিশেষ কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই কি নাটকে নেই তিনি? প্রশ্ন শুনে মেহজাবীন হাসলেন। রহস্য রেখেই বললেন, ‘না, ঠিক তেমন কিছু নয়। কোনো প্রস্তুতিও নিচ্ছি না। তবে ওটিটির জন্য কিছু কাজের কথাবার্তা চলছে। চূড়ান্ত হয়নি। কবে এসব কাজ শুরু হবে, তা–ও এখনই বলা সম্ভব নয়।’

ছোট পর্দার আরেক পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। মেহজাবীনের পথে হাঁটছেন তিনিও। গত ঈদুল ফিতরেও ফারিণকে প্রায় দেড় ডজন নাটকে দেখা গেছে।

তাসনিয়া ফারিণ
ফেসবুক

আগামী ঈদে মাত্র চারটি নাটকে দেখা যেতে পারে—মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘নিতুর জন্য’, রাফাত রিংকুর ‘নোঙর’ এবং শিহাব শাহিন ও মিফতা আনামের নাম ঠিক না হওয়া দুটি নাটক। ফারিণ বলেন, ‘করার জন্য কাজ করতে চাই না। জানি, ঈদ উৎসবে এত কমসংখ্যক নাটক ভক্তদের নিরাশ করবে। কিন্তু ভালো কাজের জন্য যদি কম কাজও হয়, সেটা ভক্তদের কাছে খারাপ লাগার কথা নয়। গত বছরের ভালোবাসা দিবস থেকেই কাজ কম করছি। সে সময় মাত্র দু-তিনটি কাজ করেছিলাম।’

এই নায়িকার যুক্তি, ‘১০-২০টার চেয়ে ভালো দুই বা চারটি কাজই শিল্পীকে এগিয়ে দিতে পারে। তা ছাড়া ওটিটিতে আমার বেশ কিছু কাজ দর্শকদের পছন্দ হয়েছে। তাই মানসম্মত কাজ নিয়েই ভাবছি। দেখা গেল, ওটিটিতে ভালো কাজ করলাম, কিন্তু নিম্নমানের গল্পের নাটকে কাজ করে আগের অর্জন ধুলায় মিশিয়ে দিলাম। সেটা আর হতে দিতে চাইছি না।’

গত বছর ঈদুল ফিতরে তানজিন তিশা অভিনীত প্রায় এক ডজন নাটক প্রচারিত হয়েছে। কিন্তু এবার মাত্র তিনটি নাটকে তাঁকে দেখা যাবে।

তানজিন তিশা
ফেসবুক থেকে নেওয়া

হঠাৎ নাটকের সংখ্যা কম কেন? জানতে চাইলে তিশা বলেন, ‘অনেক তো করেছি। এখন মনে হয়, পরিকল্পনা করে দুটি ভালো কাজ করাই উত্তম। এবারের ঈদেও অনেকগুলো ভালো চিত্রনাট্য হাতে এসেছে, সব কাজ করিনি। তা ছাড়া সময়ও নেই হাতে। মুম্বাইয়ে একটা বিজ্ঞাপনের কাজ আছে, সেখানে যেতে হবে।’

আরও পড়ুন

এই অভিনেত্রী আরও বলেন, ‘একসময় অনেক নাটক করেছি। আগে তো ঈদ উৎসবে কে কতটা নাটক করতে পারে, তা নিয়ে বড় শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা হতো। এখন আর ওই জিনিস আমার মাথায় কাজ করে না। ১০টি না করে ২টি ভালো কাজ দিতে পারলে দর্শকের কাছে বেঁচে থাকা যাবে।’