আমার ছোট্টবেলার নিজের কোনো ছবি নেই...

শাহনাজ খুশিফেসবুক

টেলিভিশনের জনপ্রিয় মুখ শাহনাজ খুশি। অনবদ্য অভিনয়দক্ষতা দিয়ে ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গুণী শিল্পী। মঞ্চ থেকেই অভিনয়ের হাতেখড়ি। এরপর বহু টিভি নাটকে অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি। গ্রামীণ চরিত্র আর আঞ্চলিক ভাষার দক্ষতায় খুশির জুড়ি মেলা ভার। যেন নিজেকে তৈরি করতে এতটুকু কার্পণ্য করেননি তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব খুশি। প্রায়ই ফেসবুকের দেয়ালে জীবনের পাওয়া না–পাওয়ার গল্প করেন অভিনেত্রী। এবার ছোটবেলার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগতাড়িত হন জনপ্রিয় এই শিল্পী।
নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে খুশি লিখেছেন, ‘আমার ছোট্টবেলার নিজের কোনো ছবি নেই। যেমন থাকে সবার, মায়ের কোলে, দোলনায়, কপালের এককোণে বড় কাজলের টিপ দেওয়া! হামাগুড়ি দেওয়ার মতো বসা, পাশে অস্টারমিল্ক বা গ্ল্যাক্সোর কৌটা রাখা! একটু বড় হওয়ার পর, দুই পাশে ঝুটি করা, ফ্রকের পেছনের ফিতা ফুল করে বাঁধা, হাঁটু অবধি মোজার সাথে কালো জুতা! মা-আব্বা পাশাপাশি, আব্বার হাঁটুর ওপরে বসা! নাহ নাই! আমি প্রায়ই ভাবি, কেমন হতো সে ছবি থাকলে?!’

খুশি বলেন, ‘আমার চোখে কি টানা দেওয়া কাজল থাকত, মায়ের একরাশ খোলা চুল থাকত, সারা পিঠে ছড়ানো? অনেক কাঁথা বালিশের মাঝে, তুলতুলে ছোট্ট বালিশে ঘুমানো? নাকি উঠোনে রশিতে মেলে রাখা কাপড়ের ফাঁকে ছোট্ট ফ্রক পরা আমি দাঁড়ানো! ভাইবোন সবাই মিলে সারিবদ্ধ দাঁড়ানো?! আমাদের ছোটবেলায় কিছুই ছিল না। আর এই একটাও ছবি না থাকায় অনেক ছবির গল্প তৈরি করে আমার মাথায়!’
ছোটবেলার স্মৃতিচারণা করতে গিয়ে খুশি আরও বলেন, ‘আমাদের ছোটবেলায় ভাইবোনের সংখ্যা ছিল কেবল, নিজ দায়িত্বে বেড়ে ওঠা ছিল, যা কিছু না থাকা, সেখান থেকে অনেক কিছু করার সংকল্প ছিল। কিন্তু তবু ভাবি, একটা ছবি থাকলে, ছোটবেলাটার একটা ভূগোল থাকত! শিশুকালের সাথে কোথাও আমি মাঝে মাঝে প্রবাসী হতাম। এ জীবনের এত চোরাবালি থেকে মাঝে মাঝে মুক্তি ঘটত……. !’

আরণ্যক নাট্যদলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন খুশি। টেলিভিশনে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে বেশির ভাগ নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেসব নাটকই তাঁকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার চূড়ায়। বিয়ে করেছেন অভিনেতা ও পরিচালক বৃন্দাবন দাসকে, যাঁকে ভালোবেসে পাবনার আপন বাড়িও ছেড়েছিলেন অভিনেত্রী।