১ কোটি টাকাকে কি ৫ কোটি টাকা বানাতে পারবে পারমিতা?

‘দেনা পাওনা’র দৃশ্যদীপ্ত টিভির সৌজন্যে

নাটকের গল্পটা টাকা নিয়েই। কেন্দ্রীয় চরিত্র পারমিতা। পাঁচ কোটি টাকার দেনা তার। দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান—সব হারাতে হবে পারমিতাকে। হাতের পাঁচে চ্যাম্পিয়ন হয়ে এক কোটি টাকা জোগাড় হয়েছে। সেই এক কোটি টাকা দিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়ে রাতারাতি পাঁচ কোটি টাকা আয়ের যে স্বপ্ন দেখেছিল পারমিতা, ধীরে ধীরে তা মরীচিকা হয়ে যাচ্ছে। সেই সময়েই বন্ধু সৌরভ নিয়ে আসে দারুণ খবর। এক বিদেশি ব্যবসায়ী রিয়েলিটি শো হাতের পাঁচের চ্যাম্পিয়ন ডিজাইনার পারমিতাকে খুঁজছে একটা বড় প্রকল্পের জন্য। এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকা বানানোর এটাই হয়তো শেষ সুযোগ পারমিতার।

ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ গল্প এগোয় এ প্রশ্ন নিয়ে। পারমিতা কি আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটা প্রকল্পে কাজ করার সুযোগ পাবে? সেই প্রকল্পের কাজ করে পাঁচ কোটি টাকার দেনা শোধ করা কি সম্ভব হবে? নাকি মাথায় দেনার বোঝা নিয়ে সব পাওনা না বুঝেই স্বপ্ন দেখার অধিকার হারাতে হবে পারমিতাকে?

আরও পড়ুন
‘দেনা পাওনা’র দৃশ্য
দীপ্ত টিভির সৌজন্যে

সেসব প্রশ্নের জবাব মিলবে ‘দেনা পাওনা’ নাটকে। আজ শনিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় ২০০তম পর্ব প্রচার হবে এ নাটকের।

ধারাবাহিকটি প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হয়। এ ছাড়া দীপ্ত প্লে ও ইউটিউবে দেখা যাচ্ছে রাত ১০টায়
দীপ্ত টিভির সৌজন্যে

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা, সংলাপ লিখেছেন কলিন রড্রিক। আশিস রায়ের পরিচালনায় ধারাবাহিক নাটকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভীর সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, মনির আহম্মেদ, শিবলী নওমান, তিশা চৌধুরী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়াসহ অনেকে। ধারাবাহিকটি প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হয়। এ ছাড়া দীপ্ত প্লে ও ইউটিউবে দেখা যাচ্ছে রাত ১০টায়।