দেশে ফিরে বন্যা নতুন নাটকে ব্যস্ত

বন্যা মির্জাছবি : শিল্পীর ফেসবুক

প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা। গেল বছরের শেষ দিকে দেশে ফিরেছেন। ফিরেই নতুন মঞ্চনাটকের কাজ শুরু করেছেন। ‘পারো’ নামে একটি মঞ্চনাটকের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন। এটি দেশ নাটক-এর ২৫তম প্রযোজনা। নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনায়ও আছেন তিনি। এই নাট্যদলের হয়ে বন্যা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নাটকে।

‘পারো’ নাটকটি প্রসঙ্গে বন্যা মির্জা খুব বেশি কিছু জানাতে চাইলেন না। শুধু এটুকু জানালেন, এটা একটা মেয়ের গল্প। একক নারীর গল্প। তিনি বললেন, ‘মাত্র ২০ দিনে আমরা নাটকটি মঞ্চে আনার প্রস্তুতি নিয়েছি। টানা মহড়া চলছে। তবে কোভিডের সময় আমরা ভার্চ্যুয়ালি মহড়া করেছিলাম। তারপরও এত অল্প সময়ে একটি নাটক মঞ্চে আনাটা কঠিন। সবার আন্তরিক প্রচেষ্টায় তা বাস্তবে রূপ পাচ্ছে।’

বন্যা মির্জা
ছবি: শিল্পীর ফেসবুক

অভিনেত্রী বন্যা মির্জা এখন বছরের বেশির ভাগ সময় থাকেন নিউইয়র্কে। দেশে এলে মঞ্চনাটকে অভিনয়ে দেখা যায়। অভিনেত্রী জানিয়েছেন, এখন নিয়ম করে প্রতিদিন এ নাটকের মহড়ায় অংশ নিচ্ছেন। এ মাসের শেষে তিনি নিউইয়র্কে ফিরে যাবেন। তার আগে পারোর দুটি শোতে অভিনয় করবেন। তাঁর অনুপস্থিতিতে এ চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার জানালেন এই অভিনেত্রী।

বন্যা মির্জা
ছবি: প্রথম আলো

বন্যা মির্জা বলেন, ‘নিত্যপুরাণ নাটকটিও আমরা তিনজনে শো করি—আমি, নাজনীন চুমকি ও সুষমা সরকার। আমাদের দলে একই চরিত্রের জন্য সব সময় দু-তিনজন প্রস্তুত থাকে। আগে এগুলো দরকার পড়ত না। কারণ, অনেকে টিভিতে কাজ করতেন না। সারাক্ষণ সময় দিতে পারতেন। আমার জন্য যদিও বিষয়টি এ রকম নয়। যেহেতু আমি এখন বাইরে থাকছি। এর মধ্যে যদি কোনো শো থাকে, তাহলে আরেকজন করবে। তারও সুযোগ তৈরি হলো। মঞ্চের কাজ তো আর বন্ধ রাখা যায় না। তাই একই চরিত্রের জন্য আরেকজন তৈরি রাখা হয়।’

জানা গেছে, ২১ ও ২২ জানুয়ারি নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে আর ২৩ ও ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি দর্শকের সামনে মঞ্চস্থ হবে।