কানাডায় ফুলের বাগানে মেহজাবীন

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন মেহজাবীন চৌধুরী। এবারের মেরিল–প্রথম আলো পুরস্কারে ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই পুরস্কার জিতেছেন। এ অনুষ্ঠানের পরেই অভিনেত্রী গিয়েছিলেন ইউরোপ সফরে। এখন আছেন কানাডায়। নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সফরের ছবি পোস্ট করেন অভিনেত্রী। আজও দিয়েছেন বেশ কিছু ছবি।

১ / ৯
আজ দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘যদি কখনো শোনেন এখানে একেবারে চলে গেছি, অবাক হবেন না।’ জায়গাটির সৌন্দর্য বোঝাতেই যে তিনি এমনটা লিখেছেন বলাই বাহুল্য। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
নতুন ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে ফুলের বাগানে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
তাঁর নতুন পোস্ট করা ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরারা। তাঁর পোশাকের প্রশংসা করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৯
এসব ছবিতে মেহজাবীনকে নানা ভঙ্গিতে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
কেবল ঘোরাঘুরি আর ছবিই তোলেননি, মেহজাবীন কিছু স্ট্রেবেরি সংগ্রহও করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৯
অনেক দিন ধরেই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। বলেছিলেন, মানসম্পন্ন চিত্রনাট্য না হলে ছোট পর্দায় কাজ করতে চান না। এবারের ঈদে মেহজাবীন অভিনেত্রী কোনো নাটক আসেনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ৯
পর্দায় মেহজাবীনকে সব শেষ দেখা গেছে শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমায়। গত বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ৯
আগে মুক্তি পেলেও এটি মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। তাঁর প্রথম সিনেমা ‘সাবা’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ৯
‘সাবা’ সিনেমাটি বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর প্রশংসিত হয়েছে। চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে