কীর্তিপাশা থেকে রেকর্ডিং স্টুডিও, কী আছে তারকাদের ফেসবুকে

ঢালিউড, টেলিভিশন, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকারা ফেসবুকে সরব। কোথায় যাচ্ছেন, কী করছেন—এমন তথ্যও সব সময়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তাঁরা। শেয়ার করছেন ব্যক্তিগত কথা ও নানা অনুভূতি। ছবিতে তারকাদের সে রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।
১ / ১০
ঝালকাঠির কীর্তিপাশা জমিদারবাড়িতে ঘুরতে গিয়ে ছবিটি ভক্তদের জন্য পোস্ট করেন মেহের আফরোজ শাওন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে, স্নেহ-পলাতক দারুণ রুক্ষ আঙুল। তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছ, সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিষাদ-ক্লান্ত। করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে। এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারোনি…’। ছবি: সংগৃহীত
২ / ১০
‘আমি কী করব, সেটা নিয়েই সর্বদাই নিজের মধ্যে ভীতি কাজ করে, ভবিষ্যতে কী ঘটবে। আমার জীবনের লক্ষ্যইবা কী?’ কথাগুলো লিখে ছবিটি পোস্ট করেছেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরীফুল রাজ। ছবি: সংগৃহীত
৩ / ১০
গতকাল ছিল রামেন্দু মজুমদারের জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করে অভিনেত্রী গোলাম ফরিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন রামেন্দু মজুমদার স্যার। আপনাদের দেখে, আপনাদের হাত ধরে থিয়েটার স্কুল থেকে আজকের আমি। অশেষ শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। সব সময় সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’
৪ / ১০
ছবিটি পোস্ট করে সাজু খাদেম লিখেছেন, ‘এখানে প্রেম করা নিষেধ’। এটি একটি ধারাবাহিক নাটকের নাম। সেখানে অভিনয় করছেন সাজু। ছবি: সংগৃহীত
৫ / ১০
তারকারা কে কোথায়, কী করছেন, সেটা এখন ভক্তদের জানাতে একধরনের তাড়াহুড়া দেখা যায়। গতকাল রেকর্ডিং থেকে ছবিটি পোস্ট করে গায়িকা সালমা লিখলেন, ‘আজ আমি রেকর্ডিং করি।’ ছবি: সংগৃহীত
৬ / ১০
শুধু নতুন ছবি নয়; অনেক সময় পুরোনো স্মৃতিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তারকারা। মোশাররফ করিম ও অনিমেষ আইচের সঙ্গে পুরোনো স্মৃতি ভাগাভাগি করে আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘অনেক আগের দিনগুলো। মনে পড়ে গেল।’ ছবিটি আজমির শরিফে ওঠানো। ছবি: সংগৃহীত
৭ / ১০
প্রথমবারের মতো অভিনেতা অপূর্বর ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা। এর আগে তিনি চরকির ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘৭ নম্বর ফ্লোর’ ওয়েব ফিল্মে প্রশংসা পান। অভিনয় নিয়ে খোশমেজাজেই রয়েছেন তমা। গতকাল ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’। ছবি: সংগৃহীত
৮ / ১০
গায়ক ইমরান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নারে নারে’ আসছে ১১ তারিখ। চরকির অরিজিনাল ফিল্ম ‘শুক্লপক্ষ’। ছবি: সংগৃহীত
৯ / ১০
ছবিটি পোস্ট করে আঁখি আলমগীর লিখেছেন, ‘কথা যত, হয়ে গেল আবেশের আঁকিবুঁকি, নীরব, না বলা, আবেগে অবনত।’ ছবি: সংগৃহীত
১০ / ১০
ছবিটি পোস্ট করে বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘বি হ্যাপি, বি ব্রাইট, বি ইউ’। ছবি: সংগৃহীত