কীর্তিপাশা থেকে রেকর্ডিং স্টুডিও, কী আছে তারকাদের ফেসবুকে
ঢালিউড, টেলিভিশন, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকারা ফেসবুকে সরব। কোথায় যাচ্ছেন, কী করছেন—এমন তথ্যও সব সময়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তাঁরা। শেয়ার করছেন ব্যক্তিগত কথা ও নানা অনুভূতি। ছবিতে তারকাদের সে রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।