তিরিশ বছর পার হয়ে গেল একসঙ্গে আছি....
তিন দশক আগে বিয়ে করেন আফজাল হোসেন। অভিনয়শিল্পী, চিত্রকর, নির্মাতা ও লেখক—বহুগুণে গুণান্বিত এই শিল্পীর স্ত্রী তাজিন হালিম একসঙ্গে পথচলার শুরু থেকেই নানাভাবে জড়িয়ে আছেন এই অভিনেতার জীবনে। সংসার, সন্তানদের সামলানো থেকে শুরু করে স্ত্রী পরিবারের সব দায়িত্ব পালন করে চলেছেন। বিয়ের সময় এবং পরের কয়েকটি ছবিতে দেখে নেওয়া যাক গুণী এই অভিনেতা ও নির্দেশকের পরিবারকে
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯