আগের দিন ঠিক হয়েছে দেখা করব, পরদিন ঘুম থেকে উঠেই শুনি, তিনি মারা গেছেন : মিম

‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিমকোলাজ

নতুন চলচ্চিত্রে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছিলেন বিদ্যা সিনহা মিম। ‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রের দুই দিনের শুটিংও করেছেন মিম। বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার এবং বই পড়ে ধারণা নিয়েছিলেন পান্না কায়সার সম্পর্কে। অনেকটা জেনেছিলেন তাঁর মেয়ে, নব্বই দশকের টেলিভিশন নাটকের সাড়াজাগানো অভিনেত্রী শমী কায়সারের কাছ থেকে। তবে এর মধ্যে শুটিং চলাকালীন শমী কায়সার বলেছিলেন, তাঁর মায়ের সঙ্গে আজ শুক্রবার দেখা করিয়ে দেবেন মিমসহ শুটিংয়ের অন্যদের। কিন্তু আজ সকালেই মারা যান তিনি। এতে করে দেখা হওয়ার সেই স্বপ্নটা আজীবনের জন্য অধরা রয়ে গেল।

পান্না কায়সারের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক নিজের অনুভূতি ফেসবুকে ব্যক্ত করেছেন মিম। সেখানে তিনি লিখেছেন, ‘বিধাতার কি এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তাঁর পরিকল্পনা আরেক, যা সাধারণের বোঝা বড় দায়। “দিগন্তে ফুলের আগুন” সিনেমার শুটিং করছি। এই সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল বৃহস্পতিবার শমী আপু (শমী কায়সার) বললেন, “তোমাদের তো শুক্র ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেক। তোমাদের আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব।” শুনেই তো আমি ভীষণ এক্সসাইটেড। মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব!’

‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রের শুটিং শুরুর আগে মিম
ছবি : ফেসবুক

মিমের সেই আনন্দময় ‘অপেক্ষা’ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুম থেকে উঠতে না উঠতেই শুনতে পান পান্না কায়সার মারা গেছেন। লেখক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার আজ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

মিম তাঁর ফেসবুকে লিখেছেন, ‘গেল দুই মাস ধরে যাঁকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্য রকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব। আরও কত কী যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়। রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে উঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

বিদ্যা সিনহা মিম
ছবি : মিমের সৌজন্যে

কথা প্রসঙ্গে মিম প্রথম আলোকে বলেন, ‘আমি আসলে বলে বোঝাতে পারব না, কতটা কষ্ট পাচ্ছি। এমনটা জীবনেও কোনো দিন ঘটেনি। আগের দিন ঠিক হয়েছে দেখা করব, পরদিন ঘুম থেকে উঠেই শুনি, তিনি মারা গেছেন! ভাবতেই যেন কেমন লাগছে। আমি এত এত পড়েছি ও ইন্টারভিউ দেখেছি। শমী আপুর কাছ থেকে তাঁর মায়ের গল্প শুনেছি। কিন্তু কেন যেন মনে হচ্ছিল, একবার যদি দেখা করতে পারতাম, তাহলে ভীষণ ভালো হতো। সবকিছু ঠিকও হলো, কিন্তু দেখাটা আর হলো না। একটা আফসোস আজীবন বয়ে বেড়াব। আসলেই, এক জীবনে চাইলেই সব আশা পূরণ হয় না।’

২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই ছবির আগে তিনি ‘আলগা নোঙর’ নামের একটি চলচ্চিত্র বানিয়েছেন। জানা গেছে, ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে। গত মঙ্গলবার ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে এই ছবির শুটিং।

‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে (বাঁ থেকে) মোস্তফা মন্ওয়ার, শমী কায়সা ও বিদ্যা সিনহা মিম
ছবি : মিমের সৌজন্যে

ছবিতে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মন্ওয়ার ও বিদ্যা সিনহা মিম। অভিনয়শিল্পী নির্বাচনেই অনেক সময় লেগেছে বলে জানান শমী কায়সার। তিনি বলেন, ‘বিশ্বাসযোগ্য কাস্টিংয়ের জন্য সময়টা লেগে যায়। কোনো কোনো চরিত্রের জন্য কাকে কাকে নেব, এসব নিয়ে নিজেদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। অনেকেই আমাদের ভাবনায় ছিল। পান্না কায়সার চরিত্রে মিম এসেছে, অনেক খুশি হয়েছি। শহীদুল্লা কায়সারের চরিত্রে মন্ওয়ারকে খুঁজে পেতেও আমাদের অনেক সময় লেগেছে। আমার মনে হয়, ভালো কাস্টিং হয়েছে।’

আরও পড়ুন