হাওর অঞ্চলে ‘ইত্যাদি’, আজ পুনঃপ্রচার

ইত্যাদির এ পর্বে রয়েছে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার।ছবি: সংগৃহীত

টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানকে স্টুডিও ও মিলনায়তনের চারদেয়ালের বাইরে নিয়ে গেছে ‘ইত্যাদি’। দীর্ঘদিন ধরেই দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয় ইত্যাদির মূল অনুষ্ঠান। তুলে ধরা হয় সেসব স্থানের সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে ইত্যাদি ধারণ করা হয়েছিল কিশোরগঞ্জের হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লিতে। ইত্যাদির এই বিশেষ পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত অনুষ্ঠানটি আজ রাত ৮টার বাংলা সংবাদের পর পুনঃপ্রচার হবে।

কিশোরগঞ্জের কৃষ্টিকথা ও বীরগাথা নিয়ে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা
ছবি: সংগৃহীত

ইত্যাদি নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এবারের ইত্যাদিতে রয়েছে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার। তা ছাড়া রয়েছে কিশোরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানসহ কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন এবং জেলার বাজিতপুর থানার একটি গ্রামের ‘অবিশ্বাস্য’ অবস্থানে অবস্থিত একটি স্কুলের ওপর অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। বাংলাদেশের যখন যে স্থানে ইত্যাদি ধারণ করা হয়, সে স্থানটির বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই মঞ্চ নির্মাণ করা হয়। তেমনি হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ। সব সময় রাতের আলোকিত মঞ্চে ‘ইত্যাদি’ ধারণ করা হয়। তবে হাওরের নৈসর্গিক রূপ দেখাতে সেবার পড়ন্ত দিনের আলোয় ইত্যাদির অনুষ্ঠান শুরু হয়।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত

এ পর্বে কিশোরগঞ্জের রূপ-বৈচিত্র্য বর্ণনা করে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন সুমন কল্যাণ। এ ছাড়া কিশোরগঞ্জের কৃষ্টিকথা ও বীরগাথা নিয়ে আরেকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। তাঁর সঙ্গে অংশ নিয়েছে কিশোরগঞ্জ, করিমগঞ্জ ও মিঠামইনের শতাধিক নৃত্যশিল্পী এবং ওসমান গণির নেতৃত্বে ঐতিহ্যবাহী লাঠিয়াল দল। দর্শক পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন ইলিয়াস কাঞ্চন।

কটি দেশাত্মবোধক গান গেয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ

এ ছাড়া অনুষ্ঠানে মামা-ভাগনে, নানি-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ধারণকৃত ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।