মেক্সিকোতে মেহজাবীনের নতুন বন্ধু ‘ওম’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুটিংয়ের ফাঁকে ঘুরতে ভালোবাসেন। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে এ মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন। নিউইয়র্ক থেকে পরে পাড়ি জমান মেক্সিকোতে। সেখান পরিচয় হয় ‘ওম’–এর সঙ্গে। নতুন বন্ধুর সঙ্গে জমে ওঠে আড্ডা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য প্রকাশ করছেন এই অভিনেত্রী।
১ / ১০
ডলফিনের সঙ্গে ছবি দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘আমার নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হন, “ওম”।’
ছবি: ফেসবুক
২ / ১০
তাঁর এই বন্ধুর সঙ্গে প্রকাশ করা ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। ছবিতে বন্ধুর মুখোমুখি মেহজাবীন।
ছবি: ফেসবুক
৩ / ১০
ছবিতে নতুন বন্ধুকে আদর করে চুমু দিচ্ছেন। এই বন্ধু অনেক আগেই থেকেই তাঁর পছন্দের।
৪ / ১০
ডলফিনের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব জমে উঠেছে। হাস্যোজ্জ্বল ছবিটি সে কথাই বলে।
ছবি: ফেসবুক
৫ / ১০
ওমের গায়ে ও মুখে হাত রাখা ছবিটি পোস্ট করেছেন মেহজাবীন।
ছবি: ফেসবুক
৬ / ১০
‘ওম’–এর সঙ্গে পানিতে ঝাঁপ দেওয়ার আগের একটি মুহূর্তে।
ছবি: ফেসবুক
৭ / ১০
এবার বন্ধুর সঙ্গে পানিতেই নেমে পড়লেন এই অভিনেত্রী।
ছবি: ফেসবুক
৮ / ১০
মেহজাবীনকে অবাক করে বন্ধুটি হঠাৎ লাফ দিয়ে ওপরে ওঠে।
ছবি: ফেসবুক
৯ / ১০
শুধু পানিতেই নয়, দক্ষিণ মেক্সিকোর কানকুনের কুইন্টানা রো সৈকতে বালুর ওপর মেহজাবীনের ছবিটি ভক্তদের নজর কেড়েছে
ছবি: ফেসবুক
১০ / ১০
দক্ষিণ মেক্সিকোর জনপ্রিয় পর্যটন শহর কানকুন। সেখান থেকে আজ ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ছবি: ফেসবুক