‘ভোটার হলেই আদরে আদরে ভোটকেন্দ্রে...’

নির্বাচনে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন নির্মাতা। ছবি: প্রথম আলো

আজ শনিবার  সকাল থেকে রাজধানী শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। সকাল ৯টা থেকে ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন নির্মাতা।

২০২৫-২৭ দুই বছর মেয়াদি এই নির্বাচনে সভাপতি পদ ঘিরে এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগের দুইবারের সভাপতি পদে জয়ী সালাহউদ্দিন লাভলু। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনয় শিল্পী সংঘের সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করা অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম। তিনি আগেই জানিয়েছেন, তাঁর পছন্দের সংগঠন ডিরেক্টরস গিল্ড, এই সংগঠনের জন্য কাজ করতে চান।

নির্মাতা প্রাণেশ চৌধুরীকে ঘিরে ধরেছেন ভোটারেরা। ছবি: প্রথম আলো

বিকেল ৪টার সময় দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন সালাহউদ্দিন লাভলু ও শহীদুজ্জামান সেলিম। তাঁদের ঘিরে দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্য প্রার্থীরা। মাঝখানে প্রার্থীদের যাওয়ার পথ। ভোট দিতে যাওয়ার সময় দেখা গেল, কোনো ভোটার এই লাইনে এলেই তাঁদের ঘিরে ধরছেন প্রার্থীরা। অভিনেতা ও পরিচালক প্রাণেশ চৌধুরী ভোট দেওয়ার আগে এই লাইনে দাঁড়াতেই সহকর্মী কয়েকজন তাঁকে জড়িয়ে ধরে এগিয়ে নিয়ে যান। বলা যায়, সব ভোটারের ক্ষেত্রেই একই ঘটনা। পাশ থেকে একজন ভোটার বললেন, ‘ভোটার হলেই আদরে আদরে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রার্থীরা।’ এভাবেই উৎসবমুখর পরিবেশে চলছিল ডিরেক্টরস গিল্ডের নির্বাচন।

শহীদুজ্জামান সেলিম ও সালাহউদ্দিন লাভলু প্যানেল। ছবি: ফেসবুক

পাশে দাঁড়িয়ে ছিলেন সালাহউদ্দিন লাভলু। তিনি বললেন, ‘আমাদের নির্বাচন সব সময়ই উৎসবমুখর হয়। এবারও তা–ই। আমরা পরিচালকদের জন্য কাজ করতে চাই।’ তাঁর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হলো না। তাঁকে ঘিরে ধরল বেশ কয়েকটি ক্যামেরা। সেখানে তিনি পরিচালকদের উদ্দেশে বললেন, ‘সংগঠন পরিবর্তনের জন্য আবার আমি সুযোগ চাই। বেশ কিছু কাজ করার রয়েছে। যে কারণে মনে হয়েছে, আমার আবার দায়িত্ব নেওয়া দরকার। আমাকে ভালোবাসলে সবাইকে নিয়েই কাজ করতে চাই।’

দুটি প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহন আহমেদ। ছবি: ফেসবুক

অন্য সভাপতি প্রার্থী শহীদুজ্জামান সেলিম জানান, এর আগে অভিনয়শিল্পীদের সংগঠনকে তিনি এগিয়ে নিয়েছেন। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই পরিচালনার সঙ্গে যুক্ত। পরিচালনার প্রতি ভালোবাসা রয়েছে। আমি যেভাবে শিল্পীদের সংগঠনকে এগিয়ে নিয়েছিলাম, সেই জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে এই ডিরেক্টরস গিল্ডকে আমি দেশের ১ নম্বর সংগঠন করতে চাই।’

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৪৪৫ জন। বর্তমানরে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা নরেশ ভূঁইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা। সন্ধ্যা সাড়ে ছটায় দিকে মাসুম রেজা প্রথম আলোকে বলেন, ‘৮৯ ভাগ ভোট কাস্টিং হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। সবকিছু ঠিকমতো হয়েছে। আমরা আশা করছি ৮টার মধ্যে ফলাফল জানাতে পারব।’