মাহফুজ–বুবলীর নাচ, সাবিনা ইয়াসমীনের গান আর কী আছে আজকের ‘ইত্যাদি’তে

দেশাত্মবোধক গান নিয়ে হাজির হবেন সাবিনা ইয়াসমীনছবি: ইত্যাদির সৌজন্যে

এখনো ‘ইত্যাদি’ দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন ছোট পর্দার দর্শকেরা। ‘ইত্যাদি’র মতো করে আর কোনো ম্যাগাজিন অনুষ্ঠান বছরের পর বছর ধরে দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারেনি। প্রতিবছরের মতো এবারের ঈদে প্রচারে আসছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে। এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গান দিয়ে শুরু হবে এবারের আয়োজন। আজকের ‘ইত্যাদি’র বিশেষ আকর্ষণ সাবিনা ইয়াসমীনের নতুন গান। দেশাত্মবোধক গান নিয়ে হাজির হবেন সাবিনা ইয়াসমীন। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ। গানটির চিত্রায়ণে সাবিনা ইয়াসমীন, নারী ফুটবল ও ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম।

দলীয় সংগীতের অংশ নিয়েছেন মাহফুজ আহমেদ ও বুবলী
ছবি: ইত্যাদির সৌজন্যে

বিশেষ নৃত্য পরিবেশন করেছেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। ছন্দে ছন্দে আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।
এ সময়ের জনপ্রিয় তিনজন অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে অভিনয় করানো হয়। মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রাশেদ মামুন অপু, রিমু রোজা খন্দকার, কাইফ ও কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এতে অংশ নিয়েছেন মাহফুজ আহমেদ ও বুবলী।

হানিফ সংকেত

থাকছে নাতি আর নানির পর্ব। ঈদ ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসাল নাট্যাংশ পরিবেশন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দোয়া চেয়ে বদ দোয়া পাওয়া’, ‘পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়া আগুন’, ‘পারস্পরিক পরিচয়হীনতার গ্লানি’, ‘নায়কের বাজার ও ইউটিউবের খবর’, ‘ঈদ কেনাকাটার দুটি ধরন’, ‘কুমন্ত্রণার প্ররোচনায় অন্তহীন যন্ত্রণা’।
‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা করেছেন মুকিমূল আনোয়ার। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ।

আরও পড়ুন