এবার চঞ্চলকে ছাড়াই...

দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রধান ও আকর্ষণীয় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩ দেওয়া হয়েছে গতকাল শুক্রবার। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠান। লালগালিচায় হেঁটেছেন নবীন, প্রবীণ ও খ্যাতিমান সব তারকা। লালগালিচায় তাঁদের মজার সেই গল্পগুলো রইল—
১ / ৫
বেশির ভাগ দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাসরা একসঙ্গে মেরিল–প্রথম আলোর লালগালিচায় হাঁটেন। তবে এবার দেখা গেল ব্যতিক্রম। বৃন্দাবন দাসরা দুই ছেলে দিব্য, সৌম্যকে নিয়ে হাজির হলেন। চঞ্চলের জন্য অপেক্ষা করার কথা থাকলেও তাঁর আসতে কিছুটা দেরি হয়
খালেদ সরকার
আরও পড়ুন
২ / ৫
এবার মেরিল-প্রথম আলোর লালগালিচায় পরিবার নিয়ে হাঁটেন চঞ্চল চৌধুরী। সঙ্গে তাঁর একমাত্র ছেলে ও স্ত্রী ছিলেন। পরে অবশ্যই ভেতরে গিয়ে বৃন্দাবনদের সঙ্গে দেখা হয়। দুই পরিবারের মধ্যে পারিবারিকভাবে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
খালেদ সরকার
৩ / ৫
ফজলুর রহমান বাবু তার স্ত্রীকে নিয়ে মেরিল–প্রথম আলো অনুষ্ঠানে হাজির হন। এবার তিনি একাই এলেন। পাশ থেকে কেউ একজন জানতে চাইলেন, ভাবি কোথায়? এই অভিনেতা বললেন, ‘তোমার ভাবি এবার আসতে পারে নাই। মন খারাপ’
খালেদ সরকার
৪ / ৫
খল অভিনেতা মিশা সওদাগর বললেন বিজয়। তবে কিসের বিজয়, সেটা বোঝা গেল না। সম্প্রতি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। খুশিতেই ভি চিহ্ন দিয়ে ফ্রেমবন্দী হলেন এই তারকা
খালেদ সরকার
৫ / ৫
এবার মেরিল–প্রথম আলোতে আজীবন সম্মাননা পান বর্ষিয়ান অভিনেতা মাসুদ আলী খান। তাঁকে লালগালিচার সামনে পেয়েই পায়ে হাত দিয়ে সালাম করলেন আরেক অভিনেতা তারিক আনাম খান। পরে তাঁরা খোঁজখবর নেন
প্রথম আলো