ব্যতিক্রম ছবিতে সাফাকে কেমন লাগছে

১ / ৬
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজের ছবিগুলো বদলে ফেলেছেন সাফা কবির। ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার এটাই শক্তি।’ ছবি: সংগৃহীত
২ / ৬
সাফা জানান, ‘ছবিগুলোর বিশেষত্ব এটাই, এটা আমাদের সাধারণ জীবন যাপনের সঙ্গে জড়িত নয়। যেটা হয়তো পাঁচ বছর আগেও আমরা কল্পনাই করতে পারিনি।’ ছবি: সংগৃহীত
৩ / ৬
‘ইন্টারনেটে অনেক ট্রেন্ড চলে। এখন “এ আই আর্ট” ট্রেন্ড চলছে। বিশ্বের অনেক তারকাই এভাবে ছবি পোস্ট করছেন। আমাকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স আর্টে কেমন লাগে দেখার জন্য ছবিগুলো পোস্ট করেছি।’ বলেন সাফা। ছবি: সংগৃহীত
৪ / ৬
সাফা একসময় শিল্পীদের কাছে নিজের ছবি আঁকতে দিতেন, সেটা ছিল দীর্ঘ সময়সাপেক্ষ। কিন্তু এখন প্রযুক্তি অনেক বেশি এগিয়েছে। ‘ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করার কারণে নিজেকে অন্যভাবে দেখলাম।’ বলেন সাফা। ছবি: সংগৃহীত
৫ / ৬
সাফা মনে করেন, প্রযুক্তি অনেক এগিয়েছে। শুধু ছবি নয়, জীবনযাপনের অনেক বড় বিষয় রয়েছে সেখানেও প্রযুক্তির অভ্যস্ততা জরুরি। তিনি বলেন, জীবন সহজ ও নিরাপদ করার জন্য হলেও সবাইকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। এতে সময় যেমন বাঁচবে, তেমনি নারীদের অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হবে না। ছবি: সংগৃহীত
৬ / ৬
‘@ ১৮-অল টাইম দৌড়ের ওপর’—নাটক দিয়ে অভিনয়ে প্রশংসা পান সাফা। সেই থেকে এখনো তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। অভিনয় নিয়েই থাকতে চান। ছবি: সংগৃহীত