যেদিকেই তাকাই শুধু ওয়াও! ওয়াও!

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনেতা মিশা সওদাগর, খাইরুল বাশার, শামীম হাসানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
খল অভিনেতা মিশা সওদাগর ফেসবুকে লিখেছেন, ‘ধৈর্যটা অর্জন করতে হয়। এর ফল উত্তম হবেই।’ ঈদে ‘বরবাদ’ সিনেমায় দেখা যাবে মিশাকে।
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনয়শিল্পীরা শুরু করেছেন ঈদ নাটকের প্রচারণা। কার নাটক কবে আসছে, এই নিয়েও থাকে প্রতিযোগিতা। তৌসিফ লিখেছেন, ‘ঈদ নাটকের ঘোষণা দেওয়া শুরু করব আগামীকাল থেকে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার শুটিং লোকেশন থেকে লিখেছেন, ‘ওই কিরে? ওই কিরে? সাদা মাটি আর নীল পানি! যেদিকেই তাকাই শুধু ওয়াও! ওয়াও!’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
খুদে অভিনেতা শরীফুল ইসলাম পছন্দ করেন আরেক অভিনেতা আরশ খানকে। একসঙ্গে এবার তাঁদের দেখা যাবে। শুটিংয়ের আগেই ছবিটি পোস্ট করে শরীফুল লিখেছেন, ‘শুটিংয়ে দেখা হলো আরশ মামার সঙ্গে।’ তিনি আরশকে মামা বলে ডাকেন।
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
অভিনেতা শামীম হাসান সরকার তাঁর ফেসবুক লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে যে যার মতো ডলার কামাইলো। অপর দিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে পারছে না, দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাবে দেখে কাঁদছে। ভাইরাল হওয়ার লোভই আলাদা। জুস আছে, সবাই তোমার পাশে আছে। জুস খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ। লোকটার জন্য মায়াই লাগছে। ব্যবসা করতে দেন ওনারে।’
ছবি: ফেসবুক থেকে