‘এক জীবনে এত প্রেম’ গানের মডেল শায়না কোথায়?

সংগীতশিল্পী শহীদ ও শুভমিতার ‘এক জীবন’ গানের ভিডিও চিত্রে মডেলিং করে সাড়া ফেলেছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। তিনি এখন কোথায়?

১ / ১০
২০০৫ সালে বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে শোবিজে অভিষেক ঘটে শায়নার। অল্প সময়েই মডেল হিসেবে পরিচিতি পান তিনি।
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
২০১৩ সালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শায়না বলেছিলেন, ‘একসময় মৌ আপুর বিজ্ঞাপনচিত্র দেখতাম আর ভাবতাম, আমিও যদি মডেল হতে পারতাম। তাঁকে দেখেই মিডিয়ায় কাজ করতে এসেছি। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ার সময় বিজ্ঞাপনচিত্রে কাজ করি।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নামের একটি নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে শায়নার
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
টিভি নাটকের বাইরে চলচ্চিত্রেও দেখা গেছে শায়নাকে। ‘মেহেরজান’, ‘পিতা’ ও ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
২০১১ সালে ‘এক জীবন’ গানের ভিডিও চিত্রে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শায়না। এই গানের ভিডিও চিত্রের জন্যই দর্শকেরা এখনো তাঁকে মনে রেখেছেন।
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
২০১৫ সালের ২০ মার্চ যুক্তরাজ্যপ্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন শায়না আমিন। বিয়ের পর যুক্তরাজ্যে থিতু হন তিনি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৭ / ১০
মাসুদ রানা ও শায়নার সংসারে আরশিয়া ও নুমাইর নামে দুই সন্তান রয়েছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
বিভিন্ন সাক্ষাৎকারে শায়না বলেন, অভিনয়কে এখনো মিস করেন তিনি। আবারও অভিনয়ে ফেরার আপাতত কোনো পরিকল্পনা নেই তাঁর
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১০
পরিবার নিয়ে মাঝেমধ্যে ঢাকায় আসেন এই অভিনেত্রী
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব শায়না। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী দেড় লাখের মতো ও ফেসবুকে প্রায় সোয়া চার লাখ
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে