গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং—যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের নানা মুহূর্ত, অনুভূতি ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। তারকাদের সেসব পোস্টে ভক্তদের পাশাপাশি মন্তব্য করেন সহকর্মীরা। তারকাদের মন্তব্য কেমন থাকে, সেসব গল্পই দেখুন ছবিতে।