অন্য কিছু নয়, আমরা খুবই ভালো বন্ধু...

ছোট পর্দার আলোচিত জুটির নাম ইয়াশ রোহান ও  তানজিম সাইয়ারা তটিনী। মাত্র আট মাস আগে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এর মধ্যেই তাঁরা ২০টির বেশি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আগামী ঈদুল ফিতরে তাঁদের দেখা যাবে আটটি নাটকে। পর্দার মতো বাস্তবেও প্রেম করছেন ইয়াশ–তটিনী, এমন কথাও শোনা যায় প্রায়ই। আলোচিত এ জুটিকে নিয়ে লিখেছেন মনজুরুল আলম
নাটকের দৃশ্যে তটিনী ও ইয়াশ। ফেসবুক থেকে

চিত্রনাট্য পড়েই গল্প পছন্দ করেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সহ–অভিনয়শিল্পী কে, সেটা নিয়ে আগ্রহ নেই তাঁর। গল্পের সঙ্গে মানানসই কেউ হলেই হবে। সেভাবেই ‘প্রথম প্রণয়’ নাটকের চিত্রনাট্য পড়ার পর জানতে পারেন ইয়াশ রোহানের কথা। শুটিংয়ের গিয়েই পরিচয়টা শক্ত হয়। এখন তাঁরা ভালো বন্ধু, যা এই জুটিকে প্রাণ দিয়েছে। এখন ভক্তরা তাঁদের নাটক প্রচারের অপেক্ষায় থাকেন; সে কথাই জানালেন ইয়াশ। তিনি জানান, এত অল্প সময়ের ব্যবধানে ভক্তদের কাছে এতটা পরিচিতি পাবেন, এটা ছিল অকল্পনীয়।

আমি সৌভাগ্যবান
‘অতীতপুর’, ‘আমার থাকিস তুই’, ‘যে প্রেম এসেছিল’, ‘কথা ছিল’, ‘মিস পাঞ্চ’সহ একাধিক নাটকে দর্শক এই জুটিকে পছন্দ করছেন। ভক্তদের এই ভালোবাসায় তাঁরা দুজনই আপ্লুত। ইয়াশ রোহান বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নিজেকে সৌভাগ্যবান মনে করি যে দর্শক জুটি হিসেবে আমাদের নাটক দেখছেন, প্রশংসা করছেন। আমি এই ভালোবাসাটা আরও পেতে চাই। এটা আমার ভালো কাজের প্রেরণা দেয়।’

নাটকের দৃশ্যে ইয়াশ রোহান ও তটিনী। ছবি: ফেসবুক

দায়বদ্ধতা বাড়ছে
তটিনী মনে করেছিলেন যে অন্য সহকর্মীদের মতোই একসঙ্গে অভিনয় করবেন। কিন্তু জুটি হিসেবে এতটা জনপ্রিয়তা পাবেন, সেটা মোটেও ভাবেননি। এখন ভক্তদের এই ভালোবাসা খুবই উপভোগ করছেন। তটিনী বলেন, ‘আমার খুবই অল্প সময়ের ক্যারিয়ার। এই সময়ে ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু জুটি হয়ে এতটা ভালোবাসা পাব ভাবিনি, এটা অজানাই ছিল। এটাই কিন্তু দিন শেষে আমাদের সার্থকতা। পর্দায় আমরা যেভাবে ভক্তদের কাছে জুটি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি, তাতে দায়বদ্ধতা বাড়ছে। এই রসায়ন যেন বজায় রেখে কাজ করতে পারি।’

তটিনী। ছবি: ফেসবুক
আরও পড়ুন

কেন পছন্দের তালিকায়
ভক্তদের কাছ থেকে জুটি নিয়ে মন্তব্যগুলো বেশ উপভোগ করেন তাঁরা। বাইরে বের হলেই তটিনীকে বিশেষ করে জুটি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। তটিনী বলেন, ‘পর্দায় আমাদের দুজনের রসায়ন নাকি একদমই স্বতঃস্ফূর্ত। আমরা যে অভিনয় করছি, সেটা নাকি বোঝা যায় না। আমাদের দুজনকে নাকি খুব ভালো মানায়।’ অন্যদিকে এই জুটি রহস্যের পেছনের কথা শোনাতে গিয়ে হাসলেন ইয়াশ রোহান। তিনি বলেন, ‘আসলেই আমাদের পর্দায় দেখতে ভালো লাগে। রহস্যের কিছু নেই। আমাদের অভিনয় খুবই পছন্দ করেন ভক্তরা। আমাদের আসলে বন্ধুত্বটা আছে, যে কারণে আমাদের পর্দার রসায়নটা ভালো কাজ করে। দর্শকেরা এটাও বলেন যে আমাদের একসঙ্গে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, অনেক সজীব মনে হয় আমাদের সম্পর্কটা। যে কারণে দর্শকেরা আমাদের বেশি বেশি দেখতে চান।’

ইয়াশ রোহান
ফেসবুক

ঈদেও তাঁরা শীর্ষে
‘প্রণয়’ দিয়ে শুরু হলেও পরে ২০টির বেশি নাটকে তাঁরা অভিনয় করেছেন। তাঁদের অভিনীত নাটক যেমন ইউটিউব ভিউয়ে এগিয়ে, তেমনি প্রশংসায়ও এগিয়ে রয়েছেন তাঁরা। এখন বেশির ভাগ পরিচালক শিডিউল নেওয়ার জন্য ফোন করলেই শুনতে হয় জুটি হিসেবে ইয়াশ ও তটিনীর নাম। আগামী ঈদেও তাঁরা একসঙ্গে আটটি নাটকে অভিনয় করবেন। জুটি হিসেবে এবার তাঁদের সবচেয়ে বেশি নাটক মুক্তি পাবে। তটিনী বলেন, ‘আমি গল্প আগে দেখি। কে সহ–অভিনেতা, সেটা পরের বিষয়। অপূর্ব ভাই, তৌসিফ, খায়রুল বাসারসহ সবার সঙ্গে অভিনয় করতে আমার ভালো লাগে। তবে ইয়াশ ভাইয়ার সঙ্গে প্রশংসা বেশি পাই। যে কারণে ইয়াশ রোহান ভাইয়ার সঙ্গে কাজের সংখ্যা কিছুটা বেশি।’

তটিনী ও ইয়াশ রোহান। ছবি: ফেসবুক

জুটির চেয়ে বেশি কিছু কি?
একসঙ্গে এই জুটিকে নিয়মিত দেখা যাচ্ছে। রোমান্টিক গল্পে তাঁরা বেশি অভিনয় করেন। তাঁদের অভিব্যক্তি, প্রেম, মান–অভিমান দেখে ভক্তরা মন্তব্য করেন, বাস্তব কোনো জুটি। তাঁদের নিয়ে সুলেমান খান নামের এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এই জুটির এত সুন্দর মনোমুগ্ধকর নাটক হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নাটকের মুহূর্তগুলো বারবার দেখতে ইচ্ছা করে। তাঁদের পর্দার প্রেম দেখে মনে হয়, বাস্তবেও তাঁরা প্রেম করেন।’ অনেক ভক্তই এই জুটিকে নিয়ে জানতে চেয়েছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি না? এ প্রসঙ্গে রোশান বলেন, ‘অন্য কিছু নয়, আমরা খুবই ভালো বন্ধু।’ তটিনী বলেন, ‘তেমন কিছুই নয়। কী বলব, যেটা নেই সেটা নেই।’

আরও পড়ুন