ইলহামকেও বুঝতে হবে তার মা কর্মজীবী: তিশা

মেয়ে ইলহামের সঙ্গে মা অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশাছবি: মোস্তফা সরওয়ার ফারুকী

গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটি। অনাগত সন্তান ও জন্মের পর একটি শিশুকে নিয়ে মা-বাবার সংগ্রামী গল্প তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর এই সিনেমা। সবশেষ এই ওয়েব ফিল্মেই দেখা গিয়েছিল তিশাকে। এরপর পর্দায় এখনো দেখা মেলেনি তিশার অভিনয়শৈলী।

আরও পড়ুন

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অভিনয় করে এবার মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিশা। পাশাপাশি সেরা নবাগত অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীও। সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করতে দেখা গেছে গুণী এই নির্মাতাকে। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে।

২৪ মে মুক্তি পাচ্ছে তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। ছবিটি দেখে নিজের অভিব্যক্তি, ক্যারিয়ার ও সন্তান ইলহাম প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন তিশা।

নুসরাত ইমরোজ তিশা
ছবি: ফেসবুক থেকে

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়া নিয়ে তিশা বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতি পাওয়া বা দর্শকেরা যখন পছন্দ করে, আসলে দর্শকদের জন্যই আমরা সিনেমা করি। লম্বা একটা সময় পর আমি একটা সিনেমা করেছি, দর্শকেরা পছন্দ করেছে, আমাকে ভোট করেছে, আমি নমিনেশন পেয়েছি, খুবই ভালো লাগছে। পাশাপাশি সরয়ারও নমিনেশন পেয়েছে, ওর অনুভূতিও আশা করছি ভালো। আমার পক্ষ থেকে আমারও খুব ভালো লাগছে।’

সামনের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন কোনো কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য। শুধু নিজে তৈরি হলে হবে না, ইলহামকেও তৈরি করতে হবে। তাকেও বুঝতে দিতে হবে যে তার মা একজন কর্মজীবী নারী। খুব দ্রুতই আমাকে কোনো ভালো কাজে দেখতে পাবেন। পাশাপাশি যেকোনো সন্তান বড় হয়ে কী হতে চায়, সেটা তার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। আমি আমার সন্তানকে পথ দেখাতে পারি, বলতে পারি, কিন্তু রাস্তায় তাকে একাই চলতে হবে। সে জন্য তার সিদ্ধান্ত সে নেবে, যা করতে চায় করবে।’

তিশা আরও বলেন, ‘তাসনিয়া ফারিণের ‘‘ফাতিমা’’ সিনেমা দেখতে গিয়ে আমার প্রথম সিনেমা “থার্ড পাসরন সিঙ্গুলার নাম্বার”-এর কথা মনে পড়ে গিয়েছে। সেটা খুব অসাধারণ একটা সময় ছিল। ‘‘ফাতিমা’’ সিনেমা দেখে খুব ভালো লেগেছে, ফারিণ খুব ভালো করেছে। সবাই দারুণ অভিনয় করেছে। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’ ২৪ মে হলে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’।

নুসরাত ইমরোজ তিশা
ফেসবুক থেকে

অভিনয়জীবনের শুরুর দিকে এই ছবিতে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। ছয় বছর আগে অভিনয় করা সেই ছবি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নিয়েছে। ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফাতিমা’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। মূলত এর পর থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয় আলোচনা।